ওড়িশার প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্ট এস্ট্যাবলিশমেন্ট থেকে সফল উৎক্ষেপন পিনাকা মার্ক টু-র। দি ডিফেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অরগ্যানাইজেশনের তত্ত্বাবধানে এই ক্ষেপনাস্ত্রের পরীক্ষা মূলক উৎক্ষেপন প্রতিক্রিয়া সফল হয়েছে বলে জানান আধিকারিকরা। পিনাকা মার্ক ওয়ানের ধাঁচে তৈরী করলেও মার্ক-টুর অনেক পরিবর্তন করা হয়েছে। পরিবর্তনের ফলে ক্ষেপনাস্ত্রের পরিসর ৪০ কিমি থেকে ৭০ কিমি করা হয়েছে যার ফলে অ্যাকিউরেসি ৫০০মিটার থেকে ৫০ মিটার হয়েছে বলে জানান ডিআরডিও-র আধিকারিকরা। ‘লো কনফ্লিক্ট সিচুয়েশন’ ও ‘বাঙ্কার ডেসট্রাকশন-র’ জন্য ভারতীয় সেনাকে প্রয়োজনীয় সাহায্য করবে পিনাকা মার্ক টু।