মানুষ ছবি আঁকে, সে ছবি বিপুল অর্থে বিক্রিও হয় এতে নতুনত্বের কিছু নেই। কিন্তু যদি কোন চতুষ্পদী জন্তু মানুষের ছবি আঁকে? আর তা যদি লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয় তাহলে? অবাক লাগছে? বিষয়টি ঘোরতর বাস্তব। এমন ঘটনা ঘটাচ্ছে একটি ৪ বছরের বরাহ অর্থাৎ শুয়োর। নাম পিগকাসো। সোশ্যাল মিডিয়া খ্যাত এই চিত্রশিল্পীর সাথেই আলাপ হবে আজ।
সুদূর দক্ষিণ আফ্রিকায় জন্ম ও বেড়ে উঠলেও আপাতত তার শিল্পের বিচ্ছুরণ ঘটছে জিনে লেফসনের কেপটাউনের ফার্মে। Animal Welfare Campaigner লেফসন পিগকাসোর মালকিন। আর সেই ফার্মেই সে ইতিমধ্যেই কয়েকশো ছবি এঁকে ফেলেছে। আর তা বিক্রি হয়েছে লক্ষ টাকায়। আরও আশ্চর্যের বিষয় হল, মাত্র কয়েক মিনিটের মধ্যে আঁকা তার বিখ্যাত ব্রিটেনের প্রিন্স হ্যারির ছবি ২ লক্ষ ৩৬ হাজার টাকায় কেনেন স্পেনের এক ব্যক্তি।
তার এই অদ্ভুত শৈল্পিক প্রতিভার খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়াতে সে বেশ সেলিব্রিটি হয়ে উঠেছে। শুয়োরের এমন প্রতিভায় হতবাক সকলেই। এই গুনের স্বীকৃতি স্বরূপ ইতিমধ্যেই পিগকাসো ৫০ লক্ষ ২৩ হাজার টাকা উপার্জন করেছে। যদিও সব অর্থ সে গ্রামীণ কল্যানেই দান করে।
সম্প্রতি সুইস ওয়াচ মেকার সোয়াচের একটি ঘড়ির ডায়েলে পিগকাসোর এক শিল্পকর্ম শোভা পেতে চলেছে, এ বড় কম প্রাপ্তি নয়। কিন্তু তাকে ঘিরে যে বিপুল আলোড়ণ চলছে তার সিকি ভাগের প্রতিও সে আকৃষ্ট নয়, আপাতত শিল্প সৃষ্টিতেই ব্যস্ত সে। যতক্ষণ জেগে থাকে ততক্ষনই সে মশগুল থাকে আঁকায়। আপাতত সামনের কয়েক মাসের লন্ডন, প্যারিস, বার্লিন, আমস্টার্ডামের প্রদর্শনী নিয়ে কিছুটা ব্যস্ত সে, তবে করোনার কারণে সেই সূচিতে কোন পরিবর্তন হয় কি না সেটা দেখার।
তবে পিগকাসোর এই সাফল্য কিন্তু তামাম শুয়োর অর্থাৎ বরাহ প্রজাতিকে প্রাণী জগতে বেশখানিক উত্তরণের পথে এগিয়ে দিয়েছে সন্দেহ নেই। তার শিল্পকর্মের সম্ভার দেখতে হলে শুধু pigcasso.myshopify.com- এ ক্লিক করলেই হবে। সেখানে তার ছবির প্রদর্শনী চলে, সাথে থাকে নির্ধারিত মূল্য। এছাড়াও pigcasso.org/gallery তার সৃষ্টির হদিশ পাবেন। আলাপ করবেন নাকি বিশ্বের প্রথম চতুষ্পদী এই সেলেব্রিটির সাথে! বেশ, কেপটাউন যাওয়ার প্রয়োজন নেই, শুধু লিঙ্কে ক্লিক করলেই হবে। আর সাক্ষী থাকতে পারেন এমন অদ্ভুত শিল্পকর্মের।