অমৃতসরের স্বর্ণমন্দির, আমাদের দেশবাসীর কাছে তো বটেই সারা বিশ্বে এই স্বর্ণমন্দিরের গুরুত্ব যথেষ্ট| আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ শিখ ধর্মাবলম্বী মানুষদের কাছে| প্রতিদিন হাজার হাজার পুন্যার্থী ও পর্যটক আসেন এই মন্দিরে, সব ধর্মের মানুষই মূলত আসেন শিখদের এই পবিত্র ধর্মস্থানে, তাতে নেই কোনো বাধা নিষেধ| কিন্তু প্রযুক্তির কোপ যে সর্বত্র, তার থেকে বাদ পড়ে না কোনো কিছুই| সর্বত্র সেলফি আর ভিডিওর যাঁতাকলে পড়ে রয়েছি আমরা সবাই|
এবার এই ব্যাপারেই বিশেষভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বর্ণমন্দিরে, এখন থেকে স্বর্ণমন্দিরের ভিতরে আর তোলা যাবে না কোনো ভিডিও বা কোনো রকম সেলফি- এমনটাই জানা গেছে সূত্রের খবর থেকে| এই স্থানে মানুষ আসেন তাদের সমস্ত দুঃখ কষ্ট কে ভুলে ধর্মীয় স্থানে খানিক মনের শান্তি পেতে, তাই এবার থেকে নিছক মজা করার জন্য স্বর্ণমন্দিরের ভিতর কোনো রকম ভিডিও করা যাবে না বা সেলফি নেওয়া যাবে না| সকলের ক্ষেত্রেই এই নিয়ম বলবৎযোগ্য এমনটাই সূত্রের খবর থেকে জানা গেছে| সিদ্ধান্তের কিছু পরিবর্তন হতে পারে শুধুমাত্র ভিভিআইপিদের ক্ষেত্রে| ধর্মস্থানের পবিত্রতা ও ঐতিহ্য় বহাল রাখার দিকটিও সেক্ষেত্রে বিবেচিত হবে বলে জানা গেছে|