লেন্স বন্ধি ছবির মেলা

আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে হাজারো ছবির গল্প।  সেগুলোকে ধরে রাখতে পারে ক্যামেরা লেন্সের আড়ালের চোখ গুলো।  শহরে আনাস -কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এমনি হাজারো চোখের মেলা। সম্প্রতি এদের নিয়েই হয়ে গেল একটি ফটোগ্রাফি এক্সিবিশন, 'ওয়ার্ল্ড থ্রু লেন্স'

যাদের ফটোগ্রাফি নিয়ে এক্সিবিশন সেজে উঠলো তারা কেউই  পেশাদার ফটোগ্রাফার নন আবার ছবি তোলার নেশায় নব্য এমন কজন।  সামাজিক মাধ্যম-এ কিছুদিন আগে 'ওয়ার্ল্ড থ্রু লেন্স'- এর শিরোনামে ছবি চেয়ে পাঠানো হয় সব ধরণের ফোটোগ্রাফারদের কাছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই চাওয়া হয়েছিল এই ছবি গুলো।  তাতে সাড়াও মেলে প্রচুর। শহরের বিভিন্ন প্রান্ত থেকে পোস্ট হতে থাকে অগণিত ছবি। সেই ছবি নিয়ে সম্প্রতি নন্দনে দু দিন ধরে এক্সিবিশন অনুষ্ঠিত হয়ে গেল। এই এক্সিবিশনের উদ্দেশ্য ছিল লেন্সের পিছনে থাকা প্রতিভাগুলো কে অনুপ্রেরণা দিয়ে সামনে নিয়ে আসা।

exhibition (1)

এখন ফটোগ্রাফির ধরণে এসেছে বিভিন্ন মডার্ন এপ্রোচ।  ছবির প্রেজেন্টেশন গেছে পাল্টে। বিউটি হোক বা ফ্যাশন তাকে ফুটিয়ে তোলার কৌশলে এসেছে আমূল পরিবর্তন। লেন্সের পিছনে সৃজনশীল চোখ ফুটিয়ে তুলছে নানা ভাবে।  এক্সবিশনের ছবিগুলো তারই প্রমাণ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...