বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক হলেন সৃজিত মুখোপাধ্যায়। গত সোমবার থেকে শুরু হয়েছে তাঁর নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর শ্যুটিং। আর প্রথম দিনেই শ্যুটিং ফ্লোরে ঘোটে গেল বিপদ। ঘটল এক দুর্ঘটনা।
সুত্র থেকে জানা গিয়েছে যে এদিন ফ্লোরে একটি কাচ ভাঙার দৃশ্যের শ্যুটিং চলার সময় আহত হন বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে ভাঙা কাচে তাঁর সারা শরীর, গাল, মুখ কেটে একাকার। এরপরেই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। এদিন ফাল্গুনীপুত্র অভিনেতা আবির চট্টোপাধ্যায়ই তাঁকে হাসপাতালে নিয়ে যান। তাঁর ডান হাঁটুর নিচে দুটো সেলাই পড়েছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি।
সংবাদমাধ্যমে বর্ষীয়ান অভিনেতা জানিয়েছেন যে চিকিৎসক তাঁকে শুধু স্নান করতে বারণ করেছেন। কিনুত এই গরমে এটা কীভাবে সম্ভব, সেটা তিনি বুঝতেই পারছেন না। পরিবার তাঁকে বিশ্রাম নিতে জানিয়েছেন। তবে, ফাল্গুণীর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পরের দিন থেকেই যথাসময়ে শ্যুটিং ফ্লোরে পৌঁছে যাবেন তিনি।
প্রসঙ্গত, সৃজিতের এই আসন্ন ছবিতেঅভিনয় করতে চলেছেন অর্জুন চক্রবর্তী, ফাল্গুণী চট্টোপাধ্যায়, কৌশিক সেন। কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অনির্বান চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, সুহত্র মুখোপাধ্যায় এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট্য অভিনেতারা।
সুত্র থেকে জানা গিয়েছে যে এই ছবিতে মন্দারমণিতে শ্যুটিংয়ের পর রাতে পার্ক স্ট্রিট ও হাওড়া ব্রিজে শ্যুটিং হওয়ার কথা রয়েছে। ‘বাইশে শ্রাবণ’ ছবির গানের জনপ্রিয় লাইনের নামেই ছবির নামকরণ করেছেন সৃজিত। এসভিএফের প্রযোজনায় আসছে তাঁর নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’।