প্রেমে পড়া বারণ

বাড়ির ছেলে বা মেয়ে প্রেম করলে তা নিয়ে একটু খিটিমিটি সব বাবা-মা ই করে থাকেন। বাড়াবাড়ি হয়ে গেলে বকাঝকা শুরু। তাতেও সন্তানের মতি না ফিরলে অবশেষে কড়া পদক্ষেপ নিতেই হয়। কিছুক্ষেত্রে বাবা মাকে বেশ কঠিন হতেও দেখা যায়।অপছন্দের পাত্রের হাতে মেয়েকে তুলে দিতে কোন বাবা-মা চায় বলুন? তার উপর ছেলে বা মেয়ে যদি অন্য কোনো গোত্রের ছেলে বা মেয়েকে পছন্দ করে তাহলে তো কোনো কথাই নেই।ভুল লোকের সাথে প্রেম কোনোভাবেই বরদাস্ত করে না কোনো বাবা মা।আর যাদের সন্তান নেই তারা পোষ্যদের নিজের সন্তান মনে করে থাকে।আর এই পোষ্য সন্তান যদি অবৈধ প্রেম করে বসে তখন কি করণীয় থাকে পেট পেরেন্টসদের

      সম্প্রতি পোষ্যের প্রেম সংক্রান্ত একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, একটি সাদা লোমশ পমেরেনিয়ান প্রজাতির সারমেয়কে অবৈধ প্রেম করার অপরাধে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।অবৈধ প্রেমের অপরাধে অনেকসময় অনেক মানুষকেই এই ঘটনা ফেস করতে হয় কিন্তু একটা সারমেয়কেও এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছে দেখেই হাসির বন্যা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। জানা গেছে, পাশের পাড়ার একটি 'বখাটে' ছেলের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল সুন্দরী পমেরেনিয়ানটি। আর এই অপরাধেই ঘরছাড়া হতে হল তাকে। জানা গেছে, তিরুবন্তপুরামের চক্কাই এলাকার ঘটনা এটি।

      সম্প্রতি চক্কাই এলাকার ওয়ার্ল্ড মার্কেটের কাছে ঘুরতে দেখা যায় তিন বছরের একটি সাদা পমেরেনিয়ানকে।'পিপলস ফর অ্যানিমাল' নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাকে উদ্ধার করে নিয়ে যায় তাদের সংস্থায়। সেখানেই তারা দেখে সারমেয়টির গলায় লাগানো রয়েছে একটি নোট। সেই নোটটি পড়ে বোঝা যায় নোটটি লিখেছেন তার মালিক। তার মালিক নোটের মাধ্যেম জানিয়েছেন, সারমেয়টির স্বভাব যথেষ্টই ভালো। গত তিন বছরে সারমেয়টির কামড়ানোর কোনো রেকর্ডও নেই বলেই জানিয়েছে তার মালিক।এছাড়াও তিনি জানিয়েছেন, সারমেয়টির খাবার নিয়েও বিশেষ কিছু ভাবনাচিন্তা করারও প্রয়োজন নেই।খুব সাধারণ খাবারেই খুশি থাকে সেই সাদা লোমশটি। তার মালিকের বক্তব্য, দুধ,বিস্কুট আর ডিম দিলেই খুশি হয়ে যায় এই সারমেয়টি। সারমেয়র মালিক তাকে যে খুব যত্ন করতেন তা এই নোটটি থেকে স্পষ্ট কারণ নোটে লেখা হয়েছে যেই ব্যক্তি সারমেয়টিকে নিয়ে যাবেন তিনি পাঁচদিন অন্তর সারমেয়টিকে স্নান করান। এই নোটটি থেকেই জানা গেছে কি কারণে ঘর থেকে বিতারিত হয়েছে সারমেয়টি। জানা গেছে, পাড়ার লোফার ছেলের সাথে প্রেম করার অপরাধে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে।

      সারমেয়দের প্রজনন ঋতুতে তারা যে এইজাতীয় আচরণ করবে এটাই স্বাভাবিক।সেই ক্ষেত্রে সারমেয়কে ঘরে বন্ধ করে রাখা উচিত কিংবা তার বন্ধ্যাত্বকরণের ব্যবস্থা করা উচিত।পোষ্যকে ঘর থেকে বের করে দেওয়াকে মোটেও ভালো চোখে দেখছেন না পশুপ্রেমীরা।তারা জানাচ্ছেন, প্রজনন ঋতুতে বিপরীত লিঙ্গের সারমেয়দের প্রতি আকর্ষণ বোধ করাটাই স্বাভাবিক আচরণ। সেই ক্ষেত্রে পোষ্যটির মালিকের উচিত ছিল তার উপর বিশেষ খেয়াল রাখা।কিন্তু এরকম একটি সামান্য কারণের জন্য কেউ কি করে তার পোষ্যকে তাড়িয়ে দিতে পারে তা ভেবে পাচ্ছেন না অনেকেই। তবে পশুপ্রেমী সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, সারমেয়টির স্বভাব চরিত্র খুবই ভালো। তাই তিনি আশা করছেন খুব শীঘ্রই কেউ না কেউ এসে এই সারমেয়টিকে দত্তক নিয়ে নেবেন। 

      দেখলেন তো? সামান্য একটি সারমেয় পর্যন্ত ছাড় পেলো না।অবৈধ প্রেম করার অপরাধে তাকেও ঘরছাড়া হতে হলো। তাই এখন থেকেই সাবধান হয়ে যান। এমনিতেই সকলে বলে প্রেম করার আগে ভালো করে দেখে শুনে নেওয়া উচিত।আর কাউকে পছন্দ হলে আগেই তার পরিচয় করিয়ে দিন বাবামায়ের সাথে নাহলে শেষ পর্যন্ত এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়......................

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...