ক্যান্সার চিকিৎসায় সার্জারি

মানবদেহের অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত একাধিক রোগের সমষ্টি হল ক্যান্সার। সারা বিশ্বে প্রায় দুশো ধরনেরও বেশি ক্যান্সার রয়েছে। যার মধ্যে প্রধানত চার ধরনের ক্যান্সারের প্রকোপ সবচেয়ে বেশি। এগুলি হল-কার্সিনোমা, সারকোমা, লিউকেমিয়া, লিম্ফোমা। অন্যান্য রোগের তুলনায় ক্যান্সারে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। যদিও আজ আধুনিক চিকিৎসা ব্যবস্থায় খুব সহজেই এই মারন রোগের চিকিৎসা করা সম্ভব। তবে প্রথমেই যদি রোগ শনাক্ত করা না যায় তাহলে পরে চিকিৎসা করা কঠিন হয় ওঠে। ইউরোপ ও আমেরিকায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে ক্যান্সারের চিকিৎসা হয়। ক্যান্সার চিকিৎসায় পিছিয়ে নেই ভারতও। বর্তমানে এই আধুনিক চিকিৎসা শাস্ত্রের উপর নির্ভর করে ক্যান্সারের চিকিৎসা করা হয় ঠাকুর পুকুরের 'সরোজ গুপ্ত ক্যান্সার হাসপাতালে'

১৯৭৩ সাল থেকে এই হাসপাতাল পথ চলা শুরু। সেই সময় শুধু মাত্র ক্যান্সার রোগের নির্ণয় করা সম্ভব ছিল এই হাসপাতালে। কিন্তু এখন বিভিন্ন ধরনের অস্ত্রপচারের ব্যবস্থা রয়েছে 'ঠাকুর ক্যান্সার হাসপাতাল' বা 'সরোজ গুপ্ত ক্যান্সার হাসপাতাল'-এ। এখানে ইউরো সার্জারি, ব্রেস্ট সার্জারি, প্লাস্টিক সার্জারি, পেরিফেরাল সার্জারি, ই.এন.টি অনকোলজি, এন্ডোস্কোপি ইউনিট, অর্থোপেডিক সার্জারির ব্যবস্থা রয়েছে।

ক্যান্সার রোগের চিকিৎসায় সার্জারি বা অস্ত্রোপচার খুব গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা পদ্ধতি। অনেক সময় রেডিয়ো থেরাপি বা কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সার রোগ নির্মূল করা সম্ভব হয় না। তখন দেহের যে অংশে ক্যান্সায় দেখা দিয়েছে তা অস্ত্রপচারের মাধ্যমে শরীর থেকে বাদ দেওয়া হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...