গন্ধেই মদিরতা আনার কৌশল

বডি স্প্রেকে গরমের সাথী বলা চলে। সেই গরমের সাথী আবার বেশিক্ষণ সাথে থাকতে চায় না। খালি কিরকম পালাই পালাই মনোভাব তার। বারবার গিয়ে তাকে ধরে আনতে হয়। তাই নয় কি বলুন? সকালে স্নানের পর সারা গায়ে বডিস্প্রে লাগিয়ে কাজে বেরোলেন। কিন্তু কিছুক্ষন পরেই সেই গন্ধ ভ্যানিশ। তখন আবারও খোঁজ পড়ে তার| গরমের দিনের সাথীকে কিভাবে সারাক্ষন নিজের কাছে রাখবেন তাই ভাবছেন তো? অর্থাৎ গায়ে লাগানো বডিস্প্রের গন্ধ কিভাবে দীর্ঘস্থায়ী করবেন সেটাই ভাবছেন নিশ্চই?  তাহলে চলুন এই নিয়েই আজকে আলোচনা করা যাক।

গ্রীষ্মকাল মানেই কুলকুল করে ঘামার সময়। আর অতিরিক্ত ঘামের ফলে হয় দুর্গন্ধ! স্কুল, কলেজ, অফিস কাছারী সব জায়গাতেই গায়ে শরীরে সুগন্ধ না থাকলে নিজের তো বটেই,  অন্যান্যদেরও বিরক্তির কারণ হতে হয়। তাই গরমকালে রাস্তায় বেরোনো মানেই আগে গায়ে বেশ করে সেন্ট বা বডিস্প্রে লাগিয়ে তবেই বাড়ি থেকে বেরোনো। কি তাই তো? কিন্তু অনেকসময়ই দেখা যায় নানা কারণে গায়ের থেকে সেন্টের গন্ধ বেমালুম গায়েব হয়ে গেছে। কিন্তু গন্ধ এতো তাড়াতাড়ি উড়ে যায় কেন? চলুন সেটা আগে জানা যাক। বডিস্প্রের মধ্যে থাকে গ্যাস। আর সেই গ্যাস বাতাসের মধ্যে ডিফিউশন পদ্ধতিতে ছড়িয়ে যায়। আর এই ছড়িয়ে যাওয়ার ফলেই গায়ের থেকে সুন্দর গন্ধ আস্তে আস্তে কোথাও হারিয়ে যায়। তাছাড়া অনেকসময় দীর্ঘদিন ধরে একই ব্র্যান্ডের সেন্ট ব্যবহার করার ফলে সেই গন্ধ আর অনুভূত হয় না। মস্তিষ্কের মধ্যে থাকা স্নায়ু জানান দেয়,  এই গন্ধটি পরিবেশের থেকে আসা কোনো গন্ধ যা তুমি রোজ অনুভব করো। এতে আলাদা কোনো ব্যাপারে নেই। এর ফলে আমরা সেই গন্ধটি আর পাই না যদিও আশেপাশে থাকা লোকজন সেই গন্ধ কিন্তু বেশ ভালোভাবে অনুভব করে। ত্বকের শুষ্কতার জন্য অনেকসময় সেন্টের গন্ধ শরীরে স্টে করে না। সেই ক্ষেত্রে দিনে একবার করে ত্বকে ক্রিম ব্যবহার করুন।

এবার আসা যাক এই গন্ধকে কীভাবে আপনি আপনার শরীরে চিরস্থায়ী করবেন সেই কথায়---

১) আমরা সাধারণত সেন্ট বা বডিস্প্রে ব্যবহারের সময় আন্ডার আর্মসেই লাগিয়ে থাকি। কিন্তু শরীরের অন্যান্য জায়গার তুলনায় আন্ডার আর্মস বেশি পরিমানে ঘামার ফলে গন্ধ ঘামের গন্ধের সাথে মিশে খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। সেই ক্ষেত্রে শরীরের যেসব জায়গা খুব কম ঘামে সেইসব জায়গায় সেন্ট লাগালে গন্ধ দীর্ঘস্থায়ী হয়।

২) আমরা অনেকেই হাতের কব্জিতে সেন্ট লাগানোর পর দুইহাত দিয়ে তা ঘষে নিই। এই কাজটি করা এক অত্যন্ত ভুল পদক্ষেপ। কারণ এর ফলেই গন্ধ তাড়াতাড়ি ছড়িয়ে যায়।

৩) যেই স্থানটিতে সেন্ট লাগাবেন সেই স্থানটিতে আগে একটুখানি তেল বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে তার উপরে সেন্ট স্প্রে করুন। এতেও সেন্টের গন্ধ দীর্ঘস্থায়ী হয়ে থাকে।

৪) সেন্ট বা বডিস্প্রের বোতল কখনোই বাথরুম বা অন্য কোনো অন্ধকার ঠান্ডা বা স্যাতস্যাতে জায়গায় স্টোর করবেন না। অন্যদিকে অতিপ্রখর সূর্যের তাপে আবার সেন্টের মলিকিউলগুলি খুব তাড়াতাড়ি ভেঙে যায়। ফলে ধীরে ধীরে পারফিউমের গন্ধ হ্রাস পেতে থাকে। সেই সেন্ট গায়ে মাখলেও আর আগের মতন গন্ধ পাওয়া যায় না।

৪) স্নান করার পরেই সময় নষ্ট না করে বডিস্প্রে লাগিয়ে নেওয়া উচিত। কারণ ভেজা শরীর সেন্টের গন্ধ অতিরিক্ত সময়ের জন্য ধরে রাখে

৫) শরীরের যেইসব জায়গা বেশিরভাগ সময় গরম থাকে সেইসব জায়গায় সেন্টের গন্ধ দীর্ঘস্থায়ী হয়। যেমন, হাঁটুর পিছনদিকে, কনুইয়ের পিছনে, হাতের কব্জিতে, গোড়ালির কাছে এইসব জায়গায় বডিস্প্রে বা সেন্ট যাই লাগান না কেন এর গন্ধ অনেক বেশি সময় ধরে থেকে যায়।

এই কয়েকটি পদ্ধতি আপনি ফলো করতে পারেন আপনার পছন্দের পারফিউমের গন্ধকে নিজের শরীরে বেশিক্ষন ধরে রাখার জন্য। এছাড়াও হাতের কাছে একটি ছোট সেন্টের বোতল রাখুন যাতে যখনই মনে হবে গা থেকে আর মনের মতন সুবাস বেরোচ্ছে না তখনই আবার লাগিয়ে নিতে পারেন। আর আপনি যদি অতিরিক্ত পরিমানে ঘেমে থাকেন তাহলে শরীরে দুর্গন্ধ হওয়াটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে শুধু পারফিউমের উপর ভরসা করে না থেকে অন্যান্য প্রসাধনী যা আপনি ব্যবহার করেন সেগুলিও সুগন্ধযুক্ত সামগ্রী ব্যবহার করার চেষ্টা করুন তাহলেই দেখবেন সারাদিন আপনার শরীর থেকে বেরোবে আপনার মনের মতন সুন্দর গন্ধ।   

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...