যত্রতত্র আগুন জ্বালানো নিয়ে কড়া বার্তা দিলো কলকাতা পুলিশ। এবার থেকে প্রকাশ্যে আগুন জ্বালিয়ে কোনো বিপ্পজনক সামগ্রী ধ্বংস করার চেষ্টা করলেই জরিমানা হতে পারে সেই ব্যক্তির। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলন করে একথা সামনে এনেছেন তারা। সেই সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, এবার থেকে প্লাস্টিক বা তার সমগোত্রীয় কোনো জিনিস জনসমক্ষে পোড়ালে তার জন্য জরিমানা দিতে হতে পারে। এর সাথে বলা হয়েছে, শুধু প্লাস্টিকই নয়, তার সাথে জঞ্জাল বা আবর্জ্জনায় আগুন ধরালেও একই শাস্তির মুখোমুখি হতে হবে সকলকে।
সম্প্রতি একটি তালিকা প্রকাশ করে তারা জানিয়েছেন কোন কোন জিনিসে আগুন ধরালে সেটি শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হতে পারে। সেই তালিকায় রয়েছে প্লাস্টিক, কাঠ, টায়ার, জঞ্জাল, এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ, ভাঙা থার্মোমিটার, ইনজেকশন, ব্যবহৃত সুঁচ, ব্যান্ডেজ, গজ, টিউব লাইট, বাল্ব, রঙের ড্রাম, জৈব পদার্থ প্রভৃতি। কোনো ব্যক্তিকে এই তালিকার অন্তর্ভুক্ত থাকা জিনিস পোড়াতে ধরা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ। নতুন এই নিয়ম ইতিমধ্যেই জারি করার কথা হয়েছে কলকাতা পুলিশ অধীনস্থ এলাকায়। ৩রা জুলাই থেকেই এই ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আপাতত ৩১শে আগস্ট পর্যন্ত এই নিয়ম লাঘু হলেও তার পরবর্তীকালেও এই নিয়মের বাঁধন আলগা হবে না বলেই জানিয়েছেন তারা। কলকাতা পুলিশের অধীনস্থ সমস্ত থানার ওসিদেরও তাদের অধীনস্থ এলাকায় এই ব্যাপারে কড়া নজরদারি করার কথাও জানিয়ে দেওয়া হয়েছে।
পরিবেশ দূষণ যেই মাত্রায় বাড়ছে তা রোধ করা একান্তই প্রয়োজন। এই প্রয়োজনের কথা মাথায় রেখেই কলকাতা পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।এছাড়াও তালিকাভুক্ত সামগ্রী প্রকাশ্যে দহন করা সাধারণভাবেই বিপজ্জনক। এই তালিকায় থাকা কীটনাশকের কৌটো, টিউবলাইট, ব্যাটারি প্রভৃতির দহনে ছোটোখাটো বিস্ফোরণ হওয়ারও আশঙ্কা থেকে যায়। সেই ক্ষেত্রে কলকাতা পুলিশের এই অভিনব সিদ্ধান্ত বেশ প্রশংসনীয়, একবাক্যে স্বীকার করছেন সকল কলকাতাবাসী।