ফেক নিউজ থেকে সাবধান

ফেক নিউজ থেকে সাবধান

- আজই ঘোষণা হতে পারে অর্থনৈতিক জরুরি অবস্থা

- মধ্যরাত থেকেই চালু হতে পারে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন

- ৬ পর্যায়ে বাড়তে পারে লকডাউন

- গোটা পশ্চিমবঙ্গে নেট পরিষেবা বন্ধ

এমন খবরের তালিকটা ক্রমশ বাড়তেই থাকবে। অতিমারী যেভাবে দ্রুত বেগে ছড়াচ্ছে তার সঙ্গে প্রায় তাল মিলিয়েই ছড়াচ্ছে ভুয়ো খবর।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক ভুয়ো খবর। তা কখনও সরকারি নির্দেশ সংক্রান্ত আবার কখনও করোনার নিত্য নতুন চেহারা নিয়ে। ভুয়ো তথ্যে আরও বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে মানুষ। কিন্তু তাতে মিথ্যে ছড়ানো বন্ধ হয়নি, বরং উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে মোবাইল থেকে মোবাইলে।

কিন্তু মানুষ এখন বোধহয় আর পুরোপুরি বিশ্বাস করছে না সোশ্যাল মিডিয়ার তথ্যে। তাদের ধারণা জন্মেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ৫০-৮০ শতাংশ খবরই সত্যতাহীন।সম্প্রতি নাগপুরের একটি বিশ্ববিদ্যালয়ের গণ সংযোগ বিভাগের করা সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। সমাজের সব স্তরের মানুষকে রাখা হয় ওই সমীক্ষায়। গৃহ বধূ থেকে শুরু করে পেশাদার, চাকুরিজীবী, বাদ পড়েনি ছাত্রছাত্রীরাও। তারা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার তথ্যের ওপর ভরসা করা যায় না।

সমীক্ষার ফলাফল দেখে ওই বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান জানিয়েছেন, যতই মানুষকে বিভ্রান্ত আর আতঙ্কগ্রস্ত করা হোক না কেন মানুষ ভালোভাবেই জানে সত্যি আর মিথ্যের তফাতটা। ভুয়ো খবরের ছড়িয়ে পড়া ঠেকাতে ভারত সরকার ইতিমধ্যেই সমস্ত সোশ্যাল নেটওয়ার্রকিং সাইটকে কড়া নজরদারি চালাবার নির্দেশ দিয়েছে। একটি চ্যাট বোট ও লঞ্চ করা হয়েছে সরকারি উদ্যোগে। 'My GovCorona Helpdesk' নামের ওই চ্যাট বোটটিতে টেক্সট মেসেজ করলে সমস্ত তথ্য মিলবে। মেসেজ পাঠাবার নম্বর টি হল +919013151515

এটা শেয়ার করতে পারো

...

Loading...