মাত্র ৬৬ টাকায় রাত্রিবাস !!!

ঘুরতে  ভালোবাসেন না এমন মানুষ আছে নাকি ? কিন্তু অনেক সময় পকেট তার  ওজোন ঠারেঠোরে  বুঝিয়ে  দেয় , আর তাতেই যত্ত বিপদ।  প্ল্যান  হয় এক আর ফল হয় আর এক।  যাই হোক, যদিও বা পকেট সাড়া  দেয় তাহলে চিন্তা হয় হোটেল নিয়ে।  তা কতটা  স্বাচ্ছন্দ্যের এবং পকেট ফ্রেন্ডলি হবে ! কিন্তু এই দুর্মূল্যের বাজারেও যে  মোটে  ৬৬টাকায় রাত্রিবাস সম্ভব , তাও স্বাচ্ছন্দ্যের সাথে এমন ভেবেছেন ? বিশ্বাস হচ্ছে নাআজ তার সন্ধান  দেব  

room3

জাপানের ফুকুওকা শহরে হোটেল  রায়োকান আসাহিতে আছে  মাত্র ৬৬ টাকায় রাত্রিবাসের সুযোগ। এমনিতে জাপান কিন্তু ভ্রমণের জন্য  খুব একটা সস্তায় পুষ্টিকর নয়আর সেখানে   এই সুযোগআর একটু বিস্তারে বলতে গেলেহোটেলের নম্বর ঘরে রাত্রিবাস করলে প্রতি রাতের ভাড়া বাবদ দিতে হবে ১০০ ইয়েন  অর্থাৎ যার মূল্য  ভারতীয়  মুদ্রায় মাত্র ৬৬ টাকা। তবে নম্বর ঘর কেন ? এইখানেই মজা।  এই ঘরে থাকার জন্য এক অদ্ভুত শর্ত মানতে হবে।  শর্ত হলো  , যে ব্যক্তি এই ঘরে থাকবেন তার সমস্ত কার্যকলাপ (শালীনতা বজায় রেখে ) শর্তানুসারে ক্যামেরাবন্দি করা হবে।  আর সেটি সরাসরি লাইভ স্ট্রিম করা হবে হোটেলের ইউটিউব  চ্যানেল  ' ওয়ান ডলার হোটেল ' এ। 

room1

জাপানি আদলে তৈরী ঘরটিতে আছে ফোল্ডেবল স্লিপিং ম্যাট , .সি. মেশিন,  টিভি একটি ছোট কফি টেবিল। তবে  বিলাসিতার  প্রয়োজনে  সবই  পাওয়া যাবে।  ঘরের ঠিক মাঝখানে একটি  ক্যামেরা  এমন অ্যাঙ্গেলে  বসানো আছে যেখান থেকে পুরো ঘর যাবে দেখা , কোনো ব্লাইন্ড স্পট থাকবে না।  অবশ্য ঘুমোনোর সময় আলো  বন্ধ করা যাবে , আর বাথরুম পাশের ঘরে , তাই তাও  ক্যামেরার নাগালের বাইরে। সিসিটিভি মাধ্যমে রেকর্ডিং , আর অডিও রেকর্ডিং না হওয়ায়  কোনো কথা শোনা যাবে না। তাই সেই গোপনীয়তা ভঙ্গের ভয় নেই।  বিষয়টা খানিক চ্যালেঞ্জিং বটে।  তবে একটু ভাবলে কিন্তু  সাম্প্রতিক বিশ্বব্যাপী প্রচলিত এক রিয়ালিটি শো-এর মিনি ভার্সন মনে হতেই পারে। যাই হোক , কিন্তু হঠাৎ এই  অদ্ভুত পরিকল্পনার কারণ কি ?  

room2

হোটেলের বর্তমান  মালিক ২৭ বছরের তেৎসুয়া ইনউ। যদিও  হোটেলটি তার ঠাকুমার , তাই বেশ পুরোনো।হোটেলের প্রচারের জন্য সেভাবে কোনোদিন না ভাবলেও একটু ব্যতিক্রমী হওয়ার আছে নেহাত মন্দ নয়। ইতিমধ্যেই তার হোটেলে আসা এক ইউটিউবার কে দেখে  তার এই ধারণা মাথায় আসে।  যেখানে সে নিজেই তার গতিবিধি লাইভ করতে থাকে। অবশ্য আজ তো সোশ্যাল মিডিয়াতে মানুষ তার লাইভ গতিবিধির জানান দেয়। ব্যাস .. তার মাথায় আসে  নিজের হোটেলের জন্য অভিনব কিছু করলে কেমন হয় ? আর তাই এমন শর্ত।  আর এই বিষয়টি কার্যকরী করার পর তা বেশ আলোচ্য ও জনপ্রিয়  হয়ে উঠেছে।অনেকেই এই চ্যালেঞ্জ  একসেপ্ট করে বেশ মজায় কাটিয়েছেন। এমনকী লাইভস্ট্রিমে দর্শকরা  মন্তব্য করতে পারেন , দর্শকদের সাথে ইন্টারঅ্যাক্ট  করার অপশন থাকে। এই দুর্মূল্যের বাজারে  এই  চ্যালেঞ্জ নিয়ে ভ্রমণের স্বাদ বৃদ্ধি  নেহাত মন্দ অভিজ্ঞতা নয়। 

room4     

এটা শেয়ার করতে পারো

...

Loading...