তিন ঘণ্টার বেশি তাজমহলে থাকলে ফাইন

সময় বেন্ধে দেওয়া হল তাজমহলে। এবার থেকে তিন ঘণ্টার বেশি আর থাকা যাবে না তাজমহল চত্বরে। বাড়তি সময় থাকলেই দিতে হবে ফাইন

এই ঐতিহাসিক সৌধতে ভিড় নিয়ন্ত্রণ করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সুপারিনটেনডেন্ট বসন্ত কুমার এক বিবৃতিতে জানিয়েছেন, এখন থেকে তাজমহলে টোকেন সিস্টেম চালু করা হবে। সেই টোকেন ৩ ঘন্টাই থাকা যাবে। তার বেশি সময় থাকতে গেলে টুরিস্টদের বেরবার গেট থেকে টোকেন রিচার্জ করতে হবে।

তাজমহল চত্বরের পূর্বপশ্চিমে দুই এন্ট্রি পয়েন্টে টার্নস্টাইল গেট বসানো হবে ৭ টি। তার মধ্যে ৫ টি টুরিস্টদের বেরবার।  

এখনও পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ৪০ হাজার দর্শক তাজমহল পরিদর্শন করেন।

আগে একবার টিকিট কেটে পর্যটকরা সকাল থেকে সন্ধে পর্যন্ত থাকতে পারতেন তাজমহল চত্বরে। এখন সেই সময়সীমা এক ধাক্কায় কমিয়ে দেওয়া হল।

এখন তাজমহল দেখার জন্য ভারতীয় দর্শকদের ৫০ টাকা দিয়ে টিকিট কিনতে হয়। সমাধি দেখার জন্য আলাদা টিকিট। বিদেশি দর্শকদের ১ হাজার ১০০ টাকা। সমাধি দেখার জন্য বাড়তি ২০০

১৫ বছর বয়স পর্যন্ত কোনও টিকিট লাগে না।  

ট্রাভেল সংস্থাগুলি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, এই সিধান্তের কারণে প্রভাব পড়বে তাজমহলে দর্শক আসার ক্ষেত্রে। মাত্র তিন ঘণ্টার জন্য এত বেশি টাকা খরচ করতে হলে মানুষ আসার আগে ভাববে।

তাজমহলের স্বাস্থ্য নিয়ে ইতিমধ্যেই উত্তর প্রদেশ সরকারকে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। দূষণের কারণে ক্রমাগত ক্ষতিগ্রস্থ হয়ে চলেছে তাজ। সেদিকে নজর দিয়েই নয়ানীতির রূপায়ন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...