পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিলেন পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যবৃন্দ। পুজোর আড্ডা @ জিয়ো বাংলা অনুষ্ঠানে সঞ্চালক ইকেবানার সাথে আড্ডার ছলে নানা কথা ভাগ করে নিতে হাজির ছিলেন ক্লাবের দুই সহ সম্পাদক শ্রী দীপ সরকার এবং শ্রী শপথ সামন্ত। তারা জানালেন, ৮০ তম বছরে দাঁড়িয়ে ভুলে যাওয়া অতীতকে আরেকবার সকলের সামনে তুলে ধরতে চাইছেন এই ক্লাব।

'পরিবর্তনের আলোর ফাঁকে, ভুলতে কি পারি অতীতটাকে?' ট্যাগলাইন দিয়েই এবারের থিমের ভাবনাচিন্তা দর্শকদের সামনে উপস্থাপন করতে চাইছে এই ক্লাব। জানা গেছে, প্লাস্টার অফ প্যারিস দিয়ে এইবারের মণ্ডপটি গড়ে তুলছে শিল্পী। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই থিমের মধ্যে দিয়ে অতীত এবং বর্তমানের এক মেলবন্ধন দেখানো হবে। রং ও আলোর সংমিশ্রনে এক নতুন মাত্রা পেতে চলেছে এই ক্লাবটি। অত্যধিক ভিড় হবে এমনটাই আশা ক্লাব কর্তৃপক্ষের।

পুলিশ প্রশাসনের যথেষ্ট সাহায্য পান তারা, জানালেন ক্লাবের সদস্যরাই। ১লা অক্টোবর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হতে চলেছে এই পুজোর। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দশমীর দিন ক্লাবের পক্ষ থেকে সকলের জন্য একটি খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়। পুজো ছাড়াও অন্য ক্লাবগুলির মতো রক্তদান শিবিরসহ নানা সামাজিকি কাজ করে থাকে এই ক্লাব। এই ক্লাবটিতে পৌঁছাতে গেলে আপনাকে নোয়াপাড়া কিংবা কবিসুভাষগামী মেট্রো করে এসে নামতে হবে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। সেখান থেকে মাত্র মিনিটের হাঁটা পথ এই মণ্ডপটি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...