কোথাও যাওয়ার আগে লাগেজ নিয়ে আর লাইনে দাঁড়াতে হবে না যাত্রীদের| বিমানবন্দরে ঢুকেই ব্যাগ এক্স-রে করানোর সময় শেষ| আসছে নতুন নিয়ম| আগামী বছরের শুরুতেই বিমানবন্দরে বসতে চলেছে ‘ইন-লাইন ব্যাগেজ স্ক্যানিং সিস্টেম’| এরফলে যাত্রীরা বিমানবন্দরে প্রবেশ করে যাত্রীরা ব্যাগসমেতই চেক-ইন কাউন্টারে চলে যেতে পারবেন| জানা গেছে, চেক-ইন কাউন্টারের কাছে কনভেয়ার বেল্টে ব্যাগ রাখলে তা নিজে থেকেই পৌঁছে যাবে স্ক্যানিং এলাকায়| নিজের মতো স্ক্যান হতে যেটুকু সময় লাগবে| বকি সমস্ত সময়টাই বেঁচে যাবে|
সম্প্রতি আমেরিকার যে সংস্থার উপর এই ইন-লাইন স্ক্যান সিস্টেমের দায়িত্ব ছিল তারা কলকাতায় এসে বিমানবন্দর পরিদর্শন করে এই বিষয়ে সবুজ সংকেত দিয়ে গেছেন| বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আমেরিকায় এখন বড়দিনের ছুটি চলার কারণে জানুয়ারির প্রথম সপ্তাহেই দিল্লির সাথে যোগাযোগ করবে এই আমেরিকান সংস্থা| এরপরেও এখানে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)-এর চূড়ান্ত অনুমতির প্রয়োজন রয়েছে| সেখান থেকে একবার অনুমতি পাওয়া গেলেই কলকাতায় অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক টার্মিনালে এই ‘ইন লাইন’ ফেসিলিটি শুরু করবে বিমানবন্দর কর্তৃপক্ষ|
ইতিমধ্যেই বেঙ্গালুরু, মুম্বাইয়ের মতো বড় মেট্রো শহরগুলিতে এই পরিষেবা চালু হয়ে গেছে| জানা গেছে, ২০১৩ সালে কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনাল তৈরীর সময় এই পরিষেবা চালু হওয়ার কথা বললেও তা কার্যকর করা যায়নি| পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু হলেও কিছু যান্ত্রিক ত্রুটির কারণে তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়|