যাত্রী্র ভুলে বাতিল উড়ান

রানওয়েতে বিমান। কয়েক সেকেন্ডের মধ্যেই ছুঁয়ে ফেলবে আকাশ। পেটের ভিতর প্রায় তিন ডজন যাত্রী। আচমকাই দাঁড়িয়ে গেল।ভয়ে আশঙ্কায় তাদের হার্টবিট তখন বিপদসীমায় দৌড়চ্ছে। ওড়ার মুখে এমারজেন্সি! অ্যাক্সিডেন্ট না হামলা? ঘটনা জানার জন্য অধীর যাত্রীরা।

জানা গেল আকাশমুখী বিমান দাঁড় করিয়ে দিয়েছেন তাদের মধ্যে থেকেই কোনও যাত্রী। ভুলবশত খুলে ফেলেছিলেন বিমানের এমার্জেন্সি দরজা।

ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ম্যানচেস্টার আন্তর্জাতিক বিমানবন্দরে। রানওয়েতে দাঁড়িয়ে থাকা পাকিস্তান এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমানে।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের পক্ষ থেকে জানান হয়েছে পাকিস্তান এয়ারলাইনসের পিকে ৭০২ বিমান ইসলামাবাদের দিকে উড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এরই মধ্যে বিমানের ভিতর ট্ইয়লেট খুঁজতে শুরু করেন এক মহিলা যাত্রী। কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না বিমানের টয়লেট। এয়ারহোস্টেসদের সাহায্যও নেননি। এক সময় টয়লেটের দরজা ভেবে দরজা খুলে ফেলেন বিমানের এমার্জেন্সি দরজা। 

তাঁর কান্ডে ৭ ঘণ্টা পিছিয়ে যায় উড়ান। পরবর্তী বিমানে যাত্রীদের ইসলামাবাদ পাঠানো হয়।

ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পিআইএপ্রধান এয়ার মার্শাল আরশাদ মালিক।

তদন্তকারী অফিসারদের জিজ্ঞাসাবাদের মুখে ওই মহিলা যাত্রী স্বীকার করেছেন, তিনি টয়লেট ভেবে বিমানের এমার্জেন্সি দরজা খুলে ফেলেছিলেন।

   

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...