মহেন্দ্র সিংহ ধোনির উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে ঋষভ পন্থকে। তার খারাপ পারফরম্যান্সের জন্য সমলোচনা করাও হয়েছে। সেই সমলোচনাকে দূরে সরিয়ে দিতে বলল পার্থিব প্যাটেল।
ঋষভ কতটা চাপের মধ্যে রয়েছেন তা ভাল করেই বুঝতে পারছেন পার্থিব। তাঁকেও অনেকবার পন্থের মত ধোনির সাথে তুলনা করা হয়েছে। তাই ঋষভের প্রতি তার পরামর্শ যতটা সম্ভব এই সব সমলোচনাকে দূরে সরিয়ে রেখে পন্থের উচিত নিজের খেলায় মনোনিবেশ করা। এখন তরুন ক্রিকেটারদের কাছে সুযোগ রয়েছে নিজেদের প্রমান করার। এখন ক্রিকেটারদের কাছে আইপিএলের মত মঞ্চ রয়েছে যাতে ক্রিকেটাররা নিজেদের ফর্ম যাচাই করে নেওয়ার সুযোগ পায়। পার্থিব আরও বলেছেন দেশের হয়ে খেললে তোমাকে চাপ নেওয়ার জন্য তৈরি থাকতে হবে। কারন দেশের হয়ে খেলার সুযোগ সবাই পায় না। তাই সেই সুযোগ পেলে ফর্ম খারাপ হলেও তোমাকে সমলোচনায় পাত্তা দিলে চলবে না।ঋষভকে আরও সময় দেওয়া উচিত বলে মনে করেন পার্থিব। পন্থকে যখন ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে তখন ওর মধ্যে প্রতিভা রয়েছে। এই মুহূর্তে দেশের সেরা উইকেটকিপারের কথা বললে তিনি জানান ঋদ্ধিমান সাহার নাম। ঋদ্ধির টেকনিক এবং ক্যাচ নেওয়ার পদ্ধতির প্রশংসা করেছেন পার্থিব।