ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে গোটা সংসদ ভবন নতুন আলোক সজ্জায় সেজে উঠেছে। ডায়নমিক এলইডি লাইট সিস্টেমে। মঙ্গলবার সন্ধেয় সংসদে নতুন আলোক ব্যবস্থার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। আলোকিত সংসদ ভবনের ছবি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
India’s Parliament is all lit up, thanks to the lighting facility inaugurated today.
— Narendra Modi (@narendramodi) August 13, 2019
Have a look at these pictures. pic.twitter.com/HixrpJ1Ugx
সংসদ ভবনের ১৪৪ টি স্তম্ভ কে আলোয় মুড়ে দেওয়া হয়েছে। ২৭ ফুট উচ্চতার এই আলোকসজ্জা। প্রতি সেকেন্ডে বদলে যাবে আলোর রং। পুর সিস্টেমে ব্যবহার করা হয়েছে ৮৭৫ টি এলইডি লাইট ।
স্বাধীনতা দিবসের দু’দিন আগে ভারতীয় সংসদ ভবনের নতুন আলোক সজ্জায় বিশ্বকে ‘ এক দেশ, একরাষ্ট্র’ এই বার্তা দিতে চায় ভারত। কাশ্মীর থেকে কন্যাকুমারী, অরুণাচল থেকে কচ্ছ আসমুদ্র হিমাচল ভারত সাদা-কমলা-সবুজ। এছাড়া আর কোনও রং নেই ভারতের।
এই বার্তা তাঁর নিজের টুইট হ্যান্ডেলে পোস্ট করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। টুইট করেন হিন্দিতে ।
স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের মতো জাতীয় দিনগুলিতে ভারতীয় সংসদ প্রতিবছরই আলোকসজ্জায় সেজে ওঠে। সারা বিশ্বের নজর কেড়ে নেয় ভারতীয় সংসদ ভবনের আলোক সৌন্দর্য। কিন্তু এ বছর তা যেন বিশেষ মাত্রা পেল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিরিখে যে বার্তা দেওয়া হয়েছে তা আলাদা মাত্রা দেয়।
ভারতের সংসদ ভবন বিশ্বের সেরা সৌধগুলির একটি। ডিজাইন করেন ব্রিটিশ স্থপতি স্যার এডউইন লুটিয়েন ও স্যার হার্বার্ট বেকার। ভবনটি তৈরি করতে মোট সময় লেগেছিল ৬ বছর আর খরচ হয়েছিল ৮৩ লাখ ডলার। বৃত্তাকার ভবনটির মোট আকার ৫৩৬ মিটার।
ভবনের প্রথম তলার বারান্দাতেই রয়েছে মোট ১১৭টি পিলার। লোকসভার কার্পেটের রং সবুজ। আর রাজ্যসভার কার্পেটের রং লাল। সংসদ ভবনে রয়েছে বিশাল এক লাইব্রেরি, যা ভারতের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থাগার।