আমাদের যান্ত্রীক সমাজে কোথাও, কোনও কোনে হয়তো রঙ-তুলির টানে রঙিন হয়ে ওঠে সাদা কালো ক্যানভাস। সেই ক্যানভ্যাস হয়তো সন্ধান দেয় এক ভিন্ন পূথিবীর। নেতিবাচক মনকে এই শিল্পই হয়তো ঘরে ফেরায়। ভাবতে শেখায় পৃথিবীটা এখনও উজ্জ্বল। আর তাতেই শিল্প আর শিল্পী দুয়েরই সার্থকতা। শিল্পী মন, হিসাবে বড় কাঁচা, তাই তাদের ভবিষ্যতের হিসাব নেই, মননের তাগিদই বেশি। সেই কারনেই আজও শহরের বুকে এমন কিছু প্রদর্শনী হয়, যা হয়তো অন্তরালেই থেকে যায়। তবে জিয়ো বাংলার উদ্যোগে সামনে আসল এরকমই এক অঙ্কন প্রদর্শনী। এবছর ১৫৪তম বর্ষে পদার্পন করল গভর্মেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফ্ট। এদিন জিয়ো বাংলার ক্যামেরা ঘুরে দেখলো তাদের প্রদর্শনী। সাক্ষী থাকলো শব্দহীন কিছু গল্পের। তবে আর্ট-এর বিস্তার যে কতদুর সে বিষয় বিস্তারিত জানতে অবশ্যই পৌঁছে যেতে হবে এই জায়গায়।