সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক তৈরি করতে চলেছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির নাম রাখা হয়েছে অভিযান।
এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দীর্ঘ অভিনয় জীবনের কথা যেমন উঠে আসবে। তেমনি উঠে আসবে বিভিন্ন ব্যাক্তিদের সাথে তাঁর আলাপের কথা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের যুবক বয়সের চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। পরিণত বয়সের চরিত্রে অবশ্য সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই অভিনয় করবেন। ছবির অন্যান্য চরিত্রের মধ্যে সুচিত্রা সেনের ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে। সত্যজিৎ রায়ের ভূমিকায় দেখা যাবে পরিচালক কিউকে। রবি ঘোষের চরিত্রে দেখা যাবে রুদ্রনীলকে। মাধবী মুখোপাধ্যায় এর চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। আগামী মাস থেকেই এই ছবির কাজ শুরু হতে চলেছে। পরিচালনা করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। তিনি নিজেও ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। প্রধানত ছবি শুরু হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কুড়ি বছর বয়সের পর থেকে। সৌমিত্রের জীবনের তিন-চারটি অধ্যায় দেখানো হবে ছবিতে। এমনটাই জানিয়েছেন পরিচালক।