পরমব্রতর কথায় এই গল্পে 'সাই ফাই'দের সঙ্গে মিশে যায় মানবিকতা.... এমনই সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী নিয়ে নয়া ছবি 'বনি' আনতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটির বেশ কিছু অংশ শ্যুট হয়েছে বিদেশে। পুরো গল্পটি তিনটি সূত্রে গাঁথা।
মিলান শহরে এক শিশুর মধ্যে সুপারপাওয়ার-এর সন্ধান পায় শিশুটির বাবা-মা। অন্যদিকে এক বিজ্ঞানী ওই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুটির সন্ধানে মিলানে পাড়ি দেয়। আবার কলকাতার এক মধ্যবিত্তের হাতে আসে একটি রোবট। নানা ঘটনায় ভাসতে ভাসতে এগিয়ে চলে গল্প। মূল গল্পটিকে একটু ভাঙতে হয়েছে বলে জানান পরমব্রত। নানা ভূমিকায় যাঁরা অভিনয় করেছেন তাঁরা হলেন অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী কোয়েল মল্লিক। এছাড়াও রয়েছেন কয়েকজন বিদেশী অভিনেতারাও। ছবির অধিকাংশ শ্যুট করা হয়েছে ইতালিতে।
শীর্ষেন্দুর গল্পেতে রয়েছে এক অমোঘ টান, যা আবাল-বৃদ্ধবণিতাকে মজিয়ে রাখে। সেই টানকে অক্ষুন্ন রেখে পরমব্রতর এই প্রয়াস। যা অবশ্যই গল্প বলার স্বচ্ছন্দ প্রয়াস বলাই যায়।
এর আগে পরমব্রত কোয়েল মল্লিক এক সঙ্গে অভিনয় করেছেন একটি বিশেষ ছবিতে 'হেমলক সোসাইটি'। তবে বর্তমান ছবিটির প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। ছবিতে অঞ্জন দত্ত এবং কাঞ্চন মল্লিককেও দেখা যাবে ব্যতিক্রমী চরিত্রে। ছবিতে গান পরিচালনা করছেন অনুপম রায়। আপাতত পোস্ট প্রোডাকশনের কাজ একেবারে শেষের দিকে। আশা করা যাচ্ছে, ছবিটি এ বছর গ্রীষ্মে প্রেক্ষাগৃহে দেখা যাবে।