চলতি বছরের প্যারিস প্যারাঅলিম্পিক্সে ভারতের ঝুলিতে একের পর এক পদক আসছে। এবার শুটিং ইভেন্ট থেকে রুপো পেল ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টে রুপোর পদক জিতেছেন মণীশ নারওয়াল। ইভেন্টে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার জন ড্যানিয়েল জো।
হাইলাইটসঃ
১। রুপোর পদক জিতেছেন মণীশ নারওয়াল
২। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টে পদক জিতেছেন তিনি
৩। মণীশ নারওয়াল স্কোর করেছেন ২৩৪.৯
মণীশ নারওয়াল স্কোর করেছেন ২৩৪.৯। দক্ষিণ কোরিয়ার জন ড্যানিয়েল জো, যিনি এই ইভেন্টে সোনা জিতেছেন, তার স্কোর ২৩৭.৪। আর ব্রোঞ্জ পদকজয়ী ইয়াং চাও স্কোর করেছেন ২১৪.৩।
প্রাথমিকভাবে ফাইনালের মাঝামাঝি পর্যন্ত প্রথম স্থানে ছিলেন মণীশ নারওয়াল। কিন্তু পরপর কয়েকটি খারাপ শটের কারণে সোনার দৌড়ে পিছিয়ে পড়েন। আর শেষ অবধি দ্বিতীয় স্থানে শেষ করেন তার খেলা। কিন্তু এই জয়ে সম্পূর্ণভাবে খুশি হতে পারেননি মনীশ। মণীশ টোকিও প্যারালিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিলেন, যেখানে তিনি ৫০ মিটার এয়ার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টে সেরা হয়েছিলেন। তাই পরবর্তীকালে আরও অনুশীলনের মাধ্যমে নিজের পারফরম্যান্সকে উন্নত করে ফিরে আসতে চান তিনি।
হরিয়ানার এই শুটার ২০২১ সালে প্যারা বিশ্বচ্যাম্পিয়নশিপে পি ফোর মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হন। ২০২০ সালে মণীশ অর্জুন পুরস্কার এবং ২০২১ সালে খেল রত্ন পুরস্কারেও রয়েছে তার ঝুলিতে।