নানা প্রতিকূলতা সত্ত্বেও তারা আমাদের দেশকে গর্বিত করেছে, আর তাদের জন্য বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। সুইজারল্যান্ড-এর বাসেল-এ আয়োজিত বিশ্ব প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মোট ১২টি পদক জেতেন ভারতীয় শাটলাররা। আর তাদের এই সাফল্যের দরুণ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু মোট ১.৮২ কোটি টাকা আর্থিক পুরষ্কার প্রদান করল সকল পদকজয়ীকে।
ক্রীড়ামন্ত্রকের নতুন গাইডলাইন অনুযায়ী এই আর্থিক পুরষ্কার দেওয়া হয়েছে। সেই গাইডলাইনে বলা রয়েছে, ‘সেই সকল বিশ্ব ইভেন্ট ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক জয়ীদের আর্থিক পুরষ্কার দেওয়া হবে যা আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি দ্বারা স্বীকৃত, অথবা সংশ্লিষ্ট দেশের ক্রীড়া ফেডারেশন দ্বারা আয়োজিত ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দ্বারা স্বীকৃত।’
মঙ্গলবার স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ায় পদকজয়ী শাটলাররা মধ্যহ্নভোজন করেন ক্রীড়ামন্ত্রীর সাথে। আর সেই সময়ে কিরেন রিজিজু তাদের হাতে আর্থিক পুরষ্কার তুলে দেন। সিঙ্গলস বিভাগে সোনাজয়ীদের ২০ লক্ষ টাকা, রুপোজয়ীদের ১৪ লাখ ও ব্রোঞ্জজয়ীদের ৮ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি ডাবলস বিভাগে সোনাজয়ীদের ১৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, রুপোজয়ীদের জন্য ১০ লক্ষ টাকা করে এবং ব্রোঞ্জজয়ীদের ৬ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।
এই বিষয়ে কিরেন রিজিজু জানান, “আমরা নিশ্চিত করতে চাই যে সকল অ্যাথলিটদের যেন সমান পরিষেবা দেওয়া হয় সরকারের তরফ থেকে। আমাদের প্যারা-ব্যাডমিন্টন দল দারুণ পারফর্ম করেছে এবং দেশে সাফল্য এনে দিয়েছে। কঠিন পরিশ্রমের জন্য পুরস্কৃত হওয়ার যোগ্য তারা।”