গোলাপী শহরে চিতার প্রবেশ| তাও আবার লোকালয়ে| সেই চিতার ভয়ে থরহরি কম্পমান এখন জয়পুর| পুলিশ প্রশাসনের তরফ থেকে এই চিতাকে ধরার জন্য বৃহস্পতিবার থেকে অপেক্ষা করা হচ্ছে| কিন্তু অপেক্ষাই সার| কোনভাবেই ধরা যায়নি তাকে|
জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে সুবোধ কলেজের ভিতরে খোঁজ করা শুরু হয় একটি চিতার। বনদফতরের তরফ থেকে জানানো হয়েছে, কলেজের অ্যাসেম্বলী বিল্ডিং-এর পিছনদিকে চিতাটি থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। চিতাটিকে প্রথম দেখা যায় টাক্টেশাহী রোদের পোস্ট রেসিডেন্সিয়াল এলাকায়| টঙ্ক রোড এবং জেএলএন রোডের কাছাকাছি একটি জায়গায় বৃহস্পতিবারই দেখা মেলে তার| চিতার খোঁজ মেলার পর থেকেই শুরু হয় তল্লাশি| এসএমএস স্কুলের কাছ থেকে প্রথমে খানাতল্লাশি শুরু হয়| কিন্তু ততক্ষণে চিতাটি আরবিআই অফিসের দিকে চলে গেছে| এরপরেই চিতাটি প্রবেশ করে সুবোধ কলেজে| তাকে ধরা না গেলেও তার গতিবিধি সমস্তটাই ধরা পড়ছে সিসিটিভি ক্যামেরায়|
এরপরে চিতাটি টঙ্ক রোড পার করে এসএমএস স্টেডিয়ামের দিকে চলে গেছে বলে মনে করা হয়| থামার কোনো লক্ষণ নেই চিতাটির| এরপর যথারীতি রাজস্থান হাই কোর্ট, রাজ্য সচিবালয় এবং প্রচুর সরকারী অফিসেও একবার করে ঢুঁ মেরেছে সে| অবশেষে জ্যোতি নগরের গ্রেটার কৈলাস কলোনির একটি বাড়ির একতলা থেকে ধরা হয় তাকে| একজন দন্তচিকিত্সকের ক্লিনিকের ভিতর থেকে শেষমেষ উদ্ধার করা হয় তাকে|