আবারও আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের আসরে উজ্জ্বলময় ভারতের নাম। ২০১৮ সালের ফাইনালের প্রতিপক্ষ মায়ানমারের, নাই থ্যওয়ে উ-কে হারিয়ে আবার সেরার সেরা শিরোপা জিতে নিলেন ভারতের পঙ্কজ আদবানি। এই নিয়ে টানা ৪বার বিশ্ব খেতাব জয় করলেন ৩৪ বছরের এই ভারতীয় খেলোয়াড়। ২০০৩ সাল থেকে শুরু করে ২০১৯, প্রত্যেকবছর আন্তর্জাতিক স্তরের কোনও না কোনও প্রতিযোগিতায় সোনা জেতেন পঙ্কজ। সব মিলিয়ে এই নিয়ে ২২টি ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের খেতাবের অধিকারী এখন তিনি। বিশ্বের দরবারে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি বিলিয়ার্ডেস স্বল্প ও দীর্ঘায়ত ফরম্যাট, দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছেন। তাছাড়াও ভারতের একমাত্র খেলোয়াড় হিসাবে ৬টি রেড স্নুকার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার নজীর রয়েছে তার। বিলিয়ার্ডস-এ ভারতের মুখ উজ্জ্বল করার জন্য ২০০৪ সালে অর্জুন পুরস্কার, ২০০৬ সালে রাজিব গান্ধী খেল রত্ন পুরস্কার, ২০০৯ সালে পদ্মশ্রী ও ২০১৮ সালে পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত করা হয় তাকে ভারত সরকারের তরফ থেকে। তবে একই প্রতিপক্ষ কে পর পর দুই বার হারানোর ব্যাপারে পঙ্কজ আদবাণীর কাছে থেকে জানতে চাইলে তিনি জানান যে, প্রত্যেকবছর যখনই তিনি আন্তর্জাতেক স্তরের কোনও বিভাগে অংশগ্রহন করেন, তখন তার মোটিভেশন আগের বারের থেকে অনেকটাই বেড়ে যায়, যা পরবর্তী কালে তাকে জয় পেতে সাহায্য করে।