স্পিনেই সফলতা

 

আন্তর্জাতিক মহিলাদের ক্রিকেটে ওয়ান ডে ইন্টারন্যাশনাল-এ সবচেয়ে সফল স্পিনার হিসাবে নজির গড়লেন পাকিস্তানের অফ-স্পিনার সানা মির। সম্প্রতি দক্ষিন আফ্রিকায় বেনোনিতে আয়োজিত হওয়া আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে, দক্ষিন আফ্রিকার-ই,  সুনে লুস কে আউট করে এই রেকর্ডে অধিকারী হন সানা। ১১৮টি ম্যাচ খেলে ১৪৭টি উইকেট নিয়ে ছাপিয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিসের অনিসা মহম্মদ ও অস্ট্রেলিয়ার লিসা স্থালেকারকে। আন্তর্জাতিক ক্রিকেট তালিকায়, ২১৮টি উইকেট নিয়ে প্রথম স্থানে আছে ভারতের সর্বকালের সেরা মহিলা ফাস্ট বোলার ও বাংলার গর্ব ঝুলন গোস্বামী, আর ১৮০টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অজি তারকা ক্যাথরিন ফিটজপ্যাটরিক। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জনানো হয়েছে যে বর্তমানে সানা তৃতীয় স্থানে থাকলেও,  নতুন তালিকা এখনও প্রকাশ করা হয় নি। নতুন তালিকা প্রকাশিত হলে সানা-র আরও ওপরে ওঠার সম্ভাবনা থাকবে  বলে জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাছাড়াও তিনি পাকিস্তানের একমাত্র খেলোয়াড় যিনি গত বছর আইসিসি ব়্যাঙ্কিয়ে শীর্ষ স্থানের অধিকারী হন। সানা মির আবারও সেই রেকর্ড ছুতে পারেন কিনা তা জানা যাবে নতুন তালিকা প্রকাশিত হওয়ার পর।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...