দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির জেরে প্রথম থেকেই পাকিস্তানে খেলতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট দল। সেই কারনেই পাকিস্তান থেকে সরে যাচ্ছে এশিয়া কাপ।
চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপের। কিন্তু সেই টুর্নামেন্ট সরে যাচ্ছে পাকিস্তান থেকে। এই অবস্থায় বাংলাদেশ, শ্রীলঙ্কা অথবা দুবাইতে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ। পাকিস্তানে খেলা হলে টুর্নামেন্ট থেকে নাম তুলে নিত ভারতীয় ক্রিকেট দল। প্রথম থেকেই পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি বিসিসিআই। ভারতীয় দল এই টুর্নামেন্টে না খেললে উত্তেজনা থাকবে না। তাই এসিসির তরফ থেকে এই টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হচ্ছে। ২০০৮ সালে শেষবার পাকিস্তানে আয়োজন করা হয়েছিল এশিয়া কাপ। দীর্ঘদিন পর শ্রীলঙ্কা দল পাকিস্তানে খেলতে রাজি হয়। এরপর বাংলাদেশের সাথে দেশের মাটিতে টেস্ট ও টি- টোয়েন্টি খেল্বে পাকিস্তান দল।