ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্বিষহ হারের পর আজ ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। দক্ষিন আফ্রিকাকে ১০৪ রানে হারানোর পর ইংল্যান্ডের মনোবল যে তুঙ্গে থাকবে তা বলাই যায়। তার ওপর দর্শকদের চাপ কিছুটা হলেও অনুভব করবে পাকিস্তান। তবে খেলা ট্রেন্ট ব্রিজে, যাকে এক কথায় ‘ব্যাটসম্যান্স প্যারাডাইস’ বলা হয়। তাই আজকের লড়াইটা যে ব্যাটিং বনাম ব্যটিংয়ের লড়াই তাতে কোনও সন্দেহ নেই। তাই আজকের কাজটা করতে হবে জনি বেয়ারস্টো, জো রুট, জেসন রয় ও অন্যদিকে বাবর আজম, ফাকার জামান ও ইমাম উল হক-দের। তবে আগের ম্যাচে পাকিস্তান যে বিধ্বস্ত ব্যাটিংয়ের পরিচয় দেয়, তাতে অবশ্যই এগিয়ে থাকছে ইংল্যান্ড। তাছাড়াও সারফারাজ আহমেদ-র কাছে অলরাউন্ডারের সংখ্যা ইংল্যান্ডের তুলনায় একটু কম তাই টপ অর্ডার ব্যাটসম্যান ব্যর্থ হলে সমস্যায় পড়তে পারে পাক ব্রিগেড। তাই পরিসংখ্যান অনুযায়ী আজকের ম্যাচে নিঃসন্দেহে এগিয়ে থাকছে ইয়োইন মর্গ্যানরা। বিগত ম্যাচের কথা ভুলে শক্তিশালী ইংল্যান্ডকে কতটা বেগ দিতে পারে পাকিস্তান তা এখন সমযের অপেক্ষা।