দুই দেশের রাজনৈতিক সম্পর্ক যাই হোক না কেন। তাতে খুব একটা কিছু এসে যায় না দুই দলের ক্রিকেটারদের। ভারতীয় প্রশাসনের তরফ থেকে পাকিস্তান কে অনিদৃষ্টকালের নির্বাসিত করা হলেও। ভারতীয় ক্রিকেটাররা যে পাকিস্তানে খেলতে যেতে চান না তা কিন্তু হলফ করে বলা যাবে না। ভারত পাক সংঘাত চিরন্তন হলেও, ক্রিকেটের লড়াইটা যে শুধুমাত্র ময়দানেই সীমাবদ্ধ তা বলাই বাহুল্য। হাজার হোক ক্রিকেট তে ‘জেন্টলম্যান্স গেম’। বর্তমানে ভারতের এই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ব্যস্ত। সেখানেই মনবিকতার পরিচয় দিল শহিন আফ্রিদি, নসিম শাহ-রা।
প্রসঙ্গত, ব্রিসবেনে টিম হোটেল থেকে ভারতীয় রেঁস্তরায় যাওয়ার জন্য একটি ট্যাক্সি বুক করেন পাক ক্রিকেটাররা। ঘটনাক্রমে ট্যাক্সি চালক ছিলেন এক ভারতীয়। স্বভাবতোই নিজের ট্যাক্সি-তে পাকিস্তানের চেনা মুখগুলিকে দেখে একটু আনন্দিত হন তিনি। পাকিস্তানের হলেও তারও তো ক্রিকেটার, তারাও তো সেলিব্রিটি। তাই গন্তব্যস্থলে নামিয়ে দেওয়ার পর পাকিস্তানের ক্রিকেটাররা ভাড়া দিতে চাইলে, ট্যাক্সি চালক তা নিতে চান নি। তাই ভাড়ার বদলে তাকে সেই রেঁস্তরায় নিয়ে গিয়ে এক সঙ্গে নৈশভোজ সারেন পাকিস্তানের ক্রিকেটাররা।