মধ্যপ্রদেশের আদিবাসী প্রৌঢ়ার আঁকা ছবি ইতালিতে

 ৮০ বছর বয়সী মধ্যপ্রদেশের বাসিন্দা মহিলার আঁকা ছবি ইতালির মিলানে আয়োজিত এক শিল্প প্রদর্শনীতে প্রদর্শনী জায়গা করে নিয়েছে।

মধ্যপ্রদেশের উমারিয়া জেলার যোধাইয়া বাই বাইগা। গত চল্লিশ বছর ধরে নিরলসভাবে শিল্প সাধনা করে চলেছেন আদিবাসী সম্প্রদায়ভুক্ত এই শিল্পী।

চার দশক আগে স্বামীকে হারান। তারপরই রং-তুলি আঁকড়ে ধরেন। যা তিনি চোখে দেখেন তাই ফুটিয়ে তোলেন ক্যানভাসে। সারাদিন তিনি আঁকেন। সাধারন মানুষ, সাদাসিধে বেঁচে থাকা আর যাপনের অনুসঙ্গ উঠে আসে তাঁর সৃষ্টিশীলতার মধ্যে। বিশেষ করে পশু। ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন তিনি। কিন্তু এখন শুধুই ছবির জগতে।

তাঁর নিজের কথায়, ‘ চল্লিশ বছর আগে যখন স্বামীকে হারিয়ে ছিলেন তখন বেঁচে থাকার কারণ খুঁজে পাচ্ছিলাম না। মনে হয়েছিল পৃথিবীটা যেন রাতারাতি ফুরিয়ে গেছে আমার কাছে। পছন্দের রংগুলো যেন সব শেষ হয়ে গিয়েছে। সব কিছু এলোমেলো। অবলম্বন খুঁজছিলাম। রং-তুলি সেই অবলম্বন হয়ে ওঠে।’

যোধাইয়া বাই বাইগার শিক্ষক  বলেন, ‘যোধাইয়ার জীবন যে কোনও মানুষেকে অনুপ্রাণিত করবে। বিশেষ করে আদিবাসি সম্প্রদায়ের মানুষের মধ্যে।অনেক মাইলস্টোন ছোঁয়ার আছে তাঁর।’

জীবনের যন্ত্রণাকে রঙে-রেখায় রূপ দিতে চেয়েছেন উত্তরপ্রেদেশের অখ্যাত গ্রামের এই প্রৌঢ়া। সামনের দিকে তাকাতে চান তিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...