১০০১ দামের পান খেয়েছেন?

তিলত্তমা জুড়ে কতই না জানা অজানা ইতিহাস|কলকাতা মানেই ঐতিহ্যের শহর|বিস্ময়ের এক ছোটখাটো দুনিয়া|আর সেরকমই এক বিস্ময়ের খোঁজ দিচ্ছি আজ আপনাদের|কলকাতার খাবার তো সকলেরই প্রায় জিভে জল আনে, কিন্তু এখানকার পান?কলকাতার বুকেই রয়েছে ২৫বছরের  ইতিহাস সৃষ্টিকারী ঐতিহ্যের পানের দোকান|কলেজস্ট্রিটের কাছেই রয়েছে বিখ্যাত পানের দোকান ‘কল্পতরু ভান্ডার’|সবরকমের পানের পরে এখানকার বিশেষত্ব ১০০১ টাকা দামের পান|যা খেতে শুধু কলকাতার মানুষই নন আসেন ভিনরাজ্যের মানুষেও|যে পানে ইতিহাস সুদূরপ্রসারী|৫টাকা দামের ‘মুখরঞ্জন’ থেকে শুরু করে ১০১ টাকা দামের বেনারসী পান রয়েছে এখানে কিন্তু সকলের নজর কাড়ে ১০০১ টাকা দামের পানটি|যার নাম ‘কল্পতরু স্পেশ্যাল’|তবে বিক্রেতা জানাচ্ছেন যে তা বিক্রিতে লাভের থেকে ক্ষতিই বেশি|কারণ তা বানাতে বিভিন্ন জায়গার সেরা উপকরণটি এনে বানাতে হয় ফলে একটি পানের দাম ১০০১ টাকা হলেও তাতে নাকি প্রায় ২০০ টাকা ক্ষতি হয় বিক্রেতার|একসঙ্গে ছয় সাতটি পান বেচলে তবে তার দাম খানিক আসে|জানা যাচ্ছে যে কলকাতা শহরের এই পানের দোকানে প্রাক্তন প্রধনামন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে বিখ্যাত অভিনেতা উত্তমকুমারসহ বিশিষ্ট সঙ্গীতশিল্পী মান্না দে সকলেই এসেছেন|আপনিও অবশ্যই খেয়ে দেখতে পারেন কেমন এই পান|

এটা শেয়ার করতে পারো

...

Loading...