অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন জার্মান ফুটবলার মেসুট ওজিল। রবিবার টুইটারের একথা জানান তিনি। সম্প্রতি তুরস্কোর রাষ্ট্রপতির সাথে ছবি তোলা কে কেন্দ্র করে তুমুল বির্তকের মুখে পড়েন এই জার্মান ফুটবলার। আর সেই বির্তকের প্রতিবাদ স্বরুপ দেশের হয়ে না খেলার সিদ্ধান্ত নেন তিনি। তিনি আরো জানান যে একটা ছবি কে কেন্দ্র করে জার্মান ফুটবল ফেডারেশন, সাধারণ মানুষ আর মিডিয়া যে স্বজাতিকতার পরিচয় দিয়েছে তা কখনোই গ্রহনযোগ্য নয় তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে মাত্র ২৯ বছরে অবসর নেওয়ার ফলে চিন্তায় পড়ে গেছে জার্মান শিবির।