এবার থেকে অনাবাসী ভারতীয়দের মতোই বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকরাও জাতীয় পেনশন প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (পিএফআরডিএ) এক নির্দেশিকায় এই খবর জানিয়েছে। কেন্দ্রীয় সরকার গত ১৭অক্টোবর অর্থনৈতিক বিষয়ক দফতরের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন, ২০১৯ অনুযায়ী একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় বিদেশে বসবাসকারী একজন ভারতীয় নাগরিক পিএফআরডিএ-এ পরিচালিত এবং নিয়ন্ত্রিত জাতীয় পেনশন ব্যবস্থার সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন।
পিএফআরডিএ সংক্রান্ত কিছু নিয়মাবলী রয়েছে সেই অনুযায়ী তাঁকে পেনশন প্রকল্পে বিনিয়োগ করতে হবে এবং ফেমা নিয়মাবলী অনুযায়ী প্রকল্পে জমা পড়া অর্থ ফেরতযোগ্য বলে বিবেচিত হবে। জাতীয় পেনশন প্রকল্প এবং অটল পেনশন যোজনার আওতায় গত ২৬ অক্টোবর পর্যন্ত মোট গ্রাহক সংখ্যা রয়েছে ৩ কোটি ১৮ লক্ষ। সরকারি তরফে ৩ কোটি ৭৯ লক্ষ ৭৫৮ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এই প্রকল্প দুটির জন্য। ৬৬ লক্ষেরও বেশি সরকারি কর্মচারী জাতীয় পেনশন প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করেছেন। এছাড়াও বেসরকারি সংস্থার ১৯ লক্ষ ২০ হাজার কর্মী এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। এমনকি ৬,৮১২টি সংস্থা কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে এই প্রকল্পের সঙ্গে সামিল হয়েছে। কর আইনের ৮০ সিসিডি (১বি) ধারার আওতায় জাতীয় পেনশন প্রকল্পে জমাকৃত অর্থের ক্ষেত্রে ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত কর ছাড় দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯-এর কেন্দ্রীয় বাজেটে জাতীয় পেনশন প্রকল্প থেকে এককালীন অর্থ তোলার জন্য ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ কর ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি অবশিষ্ট ৪০ শতাংশ অর্থের ক্ষেত্রেও ইতিমধ্যেই কর ছাড়ের সুবিধা রয়েছে। নিয়ম অনুযায়ী যে কোনও ভারতীয় ভারতে বা বিদেশে বসবাসকারী ভারতীয় অথবা অনাবাসী ভারতীয়রা ৬৫ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে সামিল হতে পারবেন।