ডাককর্মীর বাড়ি থেকে উদ্ধার বিলি না হওয়া ২৪ হাজার চিঠি

কাজে ফাঁকি? না ঠিক তা নয়। শুধু মাত্র ‘ভাল না লাগা’।

ডাককর্মীর ভাল না লাগার কারনে প্রায় ২৪ হাজারের বেশি চিঠি প্রাপকের কাছে  গেল না। বিলি না হওয়া চিঠি নিজের বাড়িতে গচ্ছিত করে রেখেছিলেন জাপানেরথি ওই ডাককর্মী।

সম্প্রতি সামনে এসেছে এই তথ্য। আর তা জানার পরই চমকে গিয়েছেন  জাপানের ডাক বিভাগের আধিকারিকরা।  

ওই কর্মীর বিরুদ্ধে শুরু হয়েছে পুলিশি তদন্ত। 

জাপানের প্রধান ডাক বিভাগ থেকে জানানো হয়েছে, টোকিওর কানাগাওয়াতে ওই ব্যক্তির বাড়ি। সেখান থেকেই উদ্ধার করা হয় ২৪ হাজার চিঠি । ৬১ বছর বয়সী ওই ডাককর্মীর নাম অবশ্য পুলিশ প্রকাশ করেনি। তিনি চিঠি বিলি না করার ব্যাখ্যা দিয়ে পুলিশকে বলেছেন, কিছু চিঠি বিলি করা বেশ ঝামেলার কাজ। দিনের পর দিন ধরে ঠিকানা খুঁজে বেড়াতে তাঁর ভালো লাগেনি। তাই তিনি চিঠিগুলো প্রাপকের কাছে পৌঁছে দেননি।

এই ব্যক্তি ইউকোহামা ডাক অফিসে কাজ করতেন। ইউকোহামা ডাক কর্তৃপক্ষ এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে। তারা বলেছে, সব প্রাপ কের কাছে চিঠি পৌঁছে দেবে তারা।

গত বছর ইউকোহামা ডাকঅফিসের এক আভ্যন্তরীন তদন্তে ওই ডাককর্মীর চিঠি বিলি না করার বিষয়টি ওঠে আসে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি ঘটনার দায় স্বীকার করেন। পরে কর্তৃপক্ষ তাঁকে চাকরিচ্যুত করেন।

 ডাক কর্তৃপক্ষ তখন ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত এক হাজার চিঠি বিলি না করার অভিযোগ এনে পুলিশকে বিষয়টি জানায়।

প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ। জানা গিয়েছে, ২০০৩ সাল থেকে ওই ব্যক্তি চিঠি বিলি না করে বাড়িতে ফেলে রাখতে শুরু করেন। তবে সব চিঠি্র ক্ষেত্রেই এমন কান্ড ঘটাতেন না।

প্রাক্তন ডাককর্মীর বিরুদ্ধে আসা অভিযোগ প্রমাণিত হলে  সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ৫ লাখ ইয়েন জরিমানা হতে পারে।

শুধুমাত্র ভাল না লাগার কারণে যে কোন ডাককর্মী এমন কান্ড ঘটাতে পারে তা এখনও আশ্চর্য লাগছে কর্তৃপক্ষের কাছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...