আমাদের সাধের থিয়েটার

ভারতীয় থিয়েটারের দুই হাজারেরও বছরেরও বেশি ইতিহাস আছে। ভারতীয় থিয়েটার নিয়ে বলতে গেলে "নাট্যশাস্ত্র"-র কথা বলতেই হয়। প্রাচীন ভারতে বর্ণিত হয় নাট্যশাস্ত্র, এটি একটি সর্বব্যাপী পুস্তক যার ওপরে ভিত্তি করেই শতাব্দী ধরে ভারতীয় অভিনয় গড়ে উঠেছে। তবে আজ কথা বলব বর্তমান সৃষ্টি গুলো নিয়ে। ভারত বললে সীমানা বেড়ে যায়। বাংলার থিয়েটার কতটা বেড়ে উঠছে এখন?  প্রশ্নটা যদি এমন হয় তাহলে উত্তর রয়েছে। বাংলার থিয়েটারের বিশাল একটা ইতিহাস আছে। তবে বর্তমান সমাজে থিয়েটারের প্রয়োজনীয়তা কিন্তু বেড়ে গেছে। সমাজের এই মুহূর্তের পরিস্থিতিকে সামনে রাখলে বোঝা যায় থিয়েটার কতটা জরুরি। থিয়েটার আমার কাছে একটা আয়না। সমাজের পরিস্থিতিকে তুলে ধরার আয়না। যা চোখের সামনে ঘটছে তারই একটা প্রতিবিম্ব যা মঞ্চে অভিনীত হচ্ছে।

 তবে যদি কিছু বছর আগে ফিরে যাওয়া যায় আর সেই অবস্থার সাথে বর্তমানের অবস্থার তুলনা করা হয় তবে বোঝা যাবে পরিস্থিতির কতটা পরিবর্তন হয়েছে।    

যুব সমাজ অনেক ভাবে যুক্ত হচ্ছে থিয়েটারের সঙ্গে। শুধু তারা যোগ দিচ্ছে এমনটা নয়,  থিয়েটার হয়ে উঠছে তাঁদের জীবন। থিয়েটার নিয়ে কেরিয়ার গড়ার কথা কিছু বছর আগে অনেকেই ভাবতে পারত না। অনেকটাই অস্বাভাবিক সিদ্ধান্ত ছিল তখন। কিন্তু ছাত্ররাই উদ্যোগ নিয়ে থিয়েটারকে মানুষের কাছে আরো ছড়ানোর উপায় বের করেছে। কলেজের পড়া ছাত্ররা নিজেদের আবেগকে প্রাধান্য দিয়ে সৃষ্টি করছে এমন কিছু কাজ যা আমাদের ভাবনার অতীত। সবচেয়ে বড় ব্যাপার যেটা লক্ষ্যণীয় তা হলো মেয়েরা যেভাবে থিয়েটারের সঙ্গে যুক্ত হচ্ছে,  বাংলা থিয়েটার জগৎকে তা সমৃদ্ধ করছে।

   অফিস ফেরত,  বাসের ভিড়ে দুমড়ে মুচড়ে নিজের সমস্ত প্রাণশক্তিকে গুছিয়ে নিয়ে যাচ্ছে থিয়েটার করতে। আমাদের রোজকার জীবনে, ব্যস্ত জীবনের মধ্যেও কিছু মানুষ মন প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। কেউ অফিস ফেরত,  কেউবা কলেজ ফেরত,  কেউ আবার কোর্পোরেট জীবনের গন্ডির বাইরে বেরিয়ে থিয়েটারকে সময় দিচ্ছে। কারণ একমাত্র থিয়েটারই পারে মানুষের মনকে নাড়িয়ে দিতে,  মনের খোরাকের যোগান দিতে। যেহেতু থিয়েটার সরাসরি অভিনীত হয় সেহেতু এর প্রভাবও বিশাল হয়।

বাংলা থিয়েটারের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে প্রাচীনকাল থেকেই থিয়েটারকে প্রাধান্য দেওয়া হতো। তবে এখন তার মাত্রা বেড়েছে। থিয়েটারকে এখন জীবিকা হিসেবে দেখছে সবাই। বাড়ছে দল, বাড়ছে অভিনেতা -অভিনেত্রী, বাড়ছে সাধারণ মানুষের থিয়েটার দেখার ইচ্ছে।

তবে ইচ্ছা একটাই। বোর্ডে লেখা জ্বলুক "housefull", রমরমিয়ে চলুক আমাদের সাধের থিয়েটার। জ্বলে উঠুক আলো, সামনে থাকুক সাজানো এক মঞ্চ। পর্দা পড়ুক, প্রেক্ষাগৃহ ফেটে পড়ুক হাততালিতে। 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...