Oscars 2025: এবার অস্কারের মঞ্চে প্রতিযোগিতায় নামছে 'লাপাতা লেডিজ'

এবার অস্কার ২০২৫ এ ভারতের হয়ে সেরা সিনেমার প্রতিযোগিতায় নামছে ২০২৩ সালের মুক্তিপ্রাপ্ত ছবি 'লাপাতা লেডিজ।'

 

হাইলাইটসঃ
১। ২০২৩ সালে প্রকাশিত হয়েছিল এই সিনেমাটি
২। দুই বিপরীত মেরুর মানসিকতা সম্পন্ন দুই নারীর কাহিনী
৩। ছবির কাহিনিকার বিপ্লব গোস্বামী

গত বছর মার্চ মাসে মুক্তি পায় কিরণ রায় পরিচালিত এই ছবিটি। আর মুক্তি পাওয়ার সাথে সাথেই দর্শকদের মন জয় করে নেয়। এই সিনেমা দুই বিপরীত মেরুর মানসিকতা সম্পন্ন দুই নারীর কাহিনী। যারা জীবনের বাধা ও ভয় অতিক্রম করে লক্ষ্যে পৌঁছে যাবে। তাই এই সিনেমা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নানা ভাবে প্রভাবিত করতে সক্ষম হয়েছে।

তবে অস্কারের মত পুরস্কারের মঞ্চে প্রতিযোগিতার সুযোগ পাওয়ার জন্য আপ্লুত সিনেমার নির্মাতারা। সোমবার 'ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া'র তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, "২০২৫ সালে অস্কারে বিদেশি ভাষার ছবি বিভাগে ভারত থেকে প্রতিযোগিতার করবে 'লাপাতা লেডিজ'।"

২০২৫ সালের অস্কার পুরস্কার জন্য ২৯ টি ভারতীয় ছবি নাম লিখিয়েছিল। যার মধ্যে ছিল অ্যানিম্যাল, শ্রীকান্ত, বাজাহাই, অট্টম ও সদ্য অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি জয়ী 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' সিনেমাটি। কিন্তু তার মধ্যে অস্কার প্রতিযোগিতার জন্য জুড়ি বোর্ড শেষ পর্যন্ত 'লাপাতা লেডিজ' -কে মনোনীত করেছে।

প্রসঙ্গত, এই ছবির কাহিনিকার বিপ্লব গোস্বামী। তার লেখা চিত্রনাট্য এক প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিল। তার পরই আমির খান ও কিরণ রাও এই চিত্রনাট্য নিয়ে সিনেমা বানানোর আগ্রহ দেখান। আর সেই সিনেমাই আজ অস্কারের মঞ্চে পৌঁছে গেছে। কাহিনিকারের কথায়, তার আশা ছিল ছবিটা সারা দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেবে। তাই খবর পেয়ে বাকরুদ্ধ তিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...