Origin of Clocks: ঘড়ির কাঁটা সবসময় বাঁদিক থেকে ডান দিকে কেন ঘোরে?

সময়ের মূল্য খুব দামী। যতীন্দ্রনাথ সরকার তাঁর কবিতায় বলেছেন, ‘সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায়।’ একথা সত্যি যে, প্রত্যেকের জীবনেই সময় স্রোতের মতন বয়ে চলেছে। সবাই চেষ্টা করছে সেই সময়কে যথাযথ কাজে লাগাতে। আর এই সময়ের হিসেব সঠিকভাবে রাখার জন্য মানুষ আবিষ্কার করেছে ঘড়ি। কিন্তু ঘড়ির কাঁটা সবসময় বাঁদিক থেকে ডান দিকে কেন ঘোরে? জানুন বিস্তারিত।

প্রাচীনকাল থেকেই সময়ের হিসেব রাখার চেষ্টা চালিয়ে গেছে মানুষ। ঘড়ি আবিষ্কারের আগে সূর্যের ধারণার ভিত্তিতে সকাল, দুপুর ও সন্ধ্যার হিসাব করা হত ও রাতে মানুষ চাঁদ-তারার সাহায্যে সময় বের করত। কিন্তু ঘড়ির আবিষ্কার সময় নির্ধারণের সমস্যার সমাধান করে।

আমরা সবাই জানি যে, ঘড়িতে মোট ৩ টি কাঁটা থাকে। একটি সেকেন্ডের কাঁটা, একটি মিনিটের ও একটি ঘন্টার কাঁটা। কিন্তু এই সব কাঁটাই কেন সবসময় বাঁদিক থেকে ডান দিকে ঘোরে? এই প্রশ্নের একটি সহজ উত্তর রয়েছে।

মূলত উত্তর গোলার্ধে প্রথম ঘড়ি আবিষ্কার হয় বলে মনে করা হয়। সূর্যের ছায়ার গতির সঙ্গে তাল মিলিয়েই ঘড়ি আবিষ্কার করা হয়েছিল। আর এই উত্তর গোলার্ধে সূর্যের গতি থাকে পূর্ব থেকে পশ্চিমে। পূর্ব থেকে পশ্চিমে গতি মানে সহজ অর্থে বাঁদিক থেকে ডান দিকে গতি। তাই সেই গতির কথা মাথায় রেখেই ঘড়ির কাঁটার গতি হয়েছে বাঁদিক থেকে ডানদিকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...