বাঙালীদের হেঁসেলে জৈব শাক-সবজি পৌঁছে দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিল হিডকো। নিউটাউন সংলগ্ন অঞ্চলে প্রবীণদের জন্য গঠিত 'স্বপ্নভোর পার্ক'এ এই জৈব বাগান তৈরী করার কথা ভাবা হয়েছে। এর ফলে বাঙালিরা একদিকে যেমন পাবে রাসায়নিক বর্জিত শাক-সবজি তেমনি পরিবেশ সম্পর্কেও তারা হতে পারবে সচেতন। এখানকার বেশিরভাগ বাসিন্দারাই সবজি কিনতে যান শপিং মল-এ। সেই কারণেই এই নয়া পরিকল্পনা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিজেদের বাড়িতে জৈব চাষ করলে পাওয়া যাবে ২০% ছাড়।
হিডকো সিদ্ধান্ত নিয়েছে, শাক-সবজি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেই টাকায় মহানগরীর নয়া উন্নয়ন শিল্প গড়ে তোলা হবে। জৈব পদ্ধতিতে উৎপন্ন শাক-সবজির স্বাদ যেমন অনন্য তেমনি উপকারও ব্যাপকভাবে হয়। নিউটাউনের প্রত্যেক বাঙালিদের হেঁশেলেই যেন পৌঁছে যায় জৈব শাক-সবজি এমনটাই চান হিডকোর চেয়ারমান দেবাশিস সেন।
একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে। প্রায় তিন মাস আগে থেকেই ভাবা হয়ে গিয়েছিল এই পরিকল্পনা ব্যবস্থা। ফুলকপি, বাঁধাকপি, টমেটো ইত্যাদি সবজির চাষ করা করা হচ্ছে এখানে। স্বপ্নভোরের প্রবীণ সদস্যরা এই পার্ক গড়ে তোলার কাজে সামিল হয়েছেন। গাছে জল দেওয়া বলুন কিংবা নজরদারি সবই তারা করছে একাহাতে। এরমধ্যেই বাজারে খোঁজ মিলছে জৈব শাক-সবজির।
এই কাজে যুক্ত আছেন মলয় হালদার, নিহার দত্ত, সৌরভ গুহ প্রমুখ ব্যক্তিরা। ইতিমধ্যেই নিউটাউন-এর বাসিন্দারা এই ব্যাপারে তৎপর হয়ে উঠেছেন। নিজেদের বাড়ির ছাদেই চাষ করা শুরু করে দিয়েছেন। আগামী দিনে নিউটাউনের অন্যান্য জায়গাতেও এই জৈব চাষ করার কথা ভাবা হচ্ছে।