ফের ব্রেন ডেথে অঙ্গদান পরিবারের

শহরে ফের অঙ্গদানের নজির। সূত্রের খবর অনুযায়ী, দুরারোগ্য সেরিব্রাল প্যালসীতে ভুগছিলেন সোনারপুরের বছর ছাব্বিশের দেবলীনা ঘোষ।বুধবার সন্ধেয় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথ হয়ে মারা যায়  দেবলীনাব্রেন ডেথের পরই দেবলীনার পরিবার ঠিক করে তাঁর হৃদযন্ত্র, কিডনি, লিভার চোখ দান করা হবে। পরের দিন ভোররাতে ঢাকুরিয়া থেকে দেবলীনার হৃদযন্ত্র নিয়ে রওনা দেয় চিকিৎসকদের একটি দল। ঢাকুরিয়া ব্রিজ, প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে আনা হয় হৃদযন্ত্র গ্রিন করিডরের মাধ্যমে আট মিনিটে হাসপাতালে পৌঁছয়। হৃদযন্ত্রটি পান তনয় পণ্ডিত নামে বহরমপুরের এক যুবক।অন্যদিকে, দেবলীনার কিডনি লিভার নিয়ে আরেকটি গাড়ি কুড়ি মিনিটে এসএসকেএমে পৌঁছয়। কিডনি দুটি হুগলির ধনেখালির বাসিন্দা অনিতা ঘোষ পাণ্ডয়ার বাসিন্দা কেয়া দাঁকে দেওয়া হয়। তাঁদেরও অস্ত্রোপচার চলছে। তবে আনার সময় লিভারটি খারাপ হয়ে যাওয়ায়, তা আর ব্যবহার করা যায়নি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...