জলে থাকা মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিল এক ওরাংওটাং

কথায় আছে, বড়ই বিচিত্র আমাদের এই পৃথিবী| আর তার থেকেও বিচিত্র সেখানে বসবাসকারী প্রাণীরা| পৃথিবীর সকল প্রাণীই যেন একে অপরের পরিপূরক| একজন বিপদে পড়লে তাকে বাঁচাতে ছুটে আসে বহুজন| যদিও মানবজাতির ক্ষেত্রে এই ঘটনার সাক্ষী আমরা খুব বেশি থাকিনা কিন্তু পশুপাখিদের ক্ষেত্রে আমরা প্রত্যহই কোনো না কোনো ঘটনার সাক্ষী থাকি| অনেকসময়েই দেখা যায়, একটি কাক বিপদে পড়লে তাকে বাঁচাতে ছুটে আসে প্রচুর কাক| নিজের প্রজাতিকে বাঁচাতে সর্বদা তৎপর প্রাণীকুল| কিন্তু অপর প্রজাতির কোনো প্রাণীকে বাঁচাতেও যে তারা সদা তৎপর তারই এক সুন্দর উদাহরণ সামনে এলো সম্প্রতি|

সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই ভাইরাল হয় এক ভিডিও| যেখানে দেখা যায়, কোমর জলে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এক ওরাংওটাং| স্বাভাবিকভাবেই এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি| জানা গেছে, এই সুন্দর দৃশ্যটি ক্যামেরাবন্দী করেছেন অনীল প্রভাকর নামক একজন ফটোগ্রাফার| ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার এক নির্জন দ্বীপে|

 

প্রভাকর জানিয়েছেন, তিনি সেই মুহূর্তে বন্ধুদের সঙ্গে বোর্নিও ওরাংওটাং সারভাইভাল ফাউন্ডেশনের তরফ থেকে গড়া এক অভয়ারন্যে ঘুরছিলেন| তিনি জানান, সেই অঞ্চলে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় ওয়ার্ডেন এসে সেই অঞ্চলের একটি জলাশয়ে নেমে তাকে সর্পমুক্ত করার চেষ্টা করছিলেন|  সেই সময়েই সেখানে এসে হাজির হয় একটি ওরাংওটাং| কোমর জলে দাঁড়িয়ে থাকা সেই মানুষটির দিকে মুহূর্তের মধ্যেই সে বাড়িয়ে দেয় তার সাহায্যের হাত| প্রভাকরের বক্তব্য, মুহূর্তের জন্য হলেও তার মনে হয় ওরাংওটাংটি যেন বলছে, আমি কী আপনাকে সাহায্য করতে পারি? সুন্দর এই ঘটনাকে সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করেন তিনি| সেই ওয়ার্ডেন কিন্তু ওরাংওটাং-এর ডাকে সাড়া না দিয়ে অন্য রাস্তা দিয়ে জল থেকে উঠে আসেন| তার বক্তব্য, ওরাংওটাংটি জঙ্গলে বসবাসকারী| তাই তার মনে কী রয়েছে বোঝা সম্ভব নয়| কিন্তু তিনি এও জানান, তার সাথে এই ঘটনা ঘটায় তিনি একদিকে যেমন স্তম্ভিত অন্যদিকে ততটাই খুশিও হয়েছেন|

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...