তিন বাঘের ছানার ‘মা’কে নিয়ে উচ্ছ্বাসিত নেট দুনিয়া

দুটো হলুদ আর একটা সাদা। নরম রোঁয়া রোঁয়া গা, যেন সোনালি বল গড়িয়ে পড়ছে। কখনও কাঁধে, কখনও হাতে, কখনও পিঠে। আদর আর মায়ায় তাদের জড়িয়ে ধরছে ‘মা’। মা নয় আসলে ‘মা’ নয় ‘বাবা’। বাবা এক পূর্ণবয়স্ক ওরাংওটাং। আর তার তিন ছানা বাঘ।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চিড়িয়াখানায় মা আর শাবকের অনাবিল দৃশ্য কাঁদিয়েছে বহু দর্শককে। সেই দৃশ্য মোবাইল বন্দী হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে ভিডিয়ো। কমেন্টের বন্যা। বারবার দেখেও যেন দেখা ফুরায় না এই দৃশ্যের। কঠোর পৃথিবী আর জটিল মানুষের দুনিয়া থেকে বহু দূরের যেন এক দৃশ্য।

কখনও দুধের বোতল ধরছে মুখে কখনও বুকে জড়িয়ে দিচ্ছে। ওরাংওটাংটিকে দেখে বোঝার উপায় নেই যে এই তিন শাবক আসলে বাঘ শিশু। মা মরা শাবককে বুকে টেনে নিয়েছে সে। মাতৃত্ব প্রকৃতির এক আশ্চর্য বিষয়। তার কোন প্রজাতিভেদ নেই, লিঙ্ক ভেদ নেই। মানুষের সমাজ থেকে বন্যপ্রাণ সবখানেই আছে।

ভিডিয়োটি দেখে অনেকেই কমেন্ট করেছেন দয়া, মায়া, ভালোবাসা, বিশ্বাস যেদিন থেকেই দেখা হোক না কেন মানুষের থেকে বনের পশু অনেক ভাল। কেউ লিখেছেন, এই ভালোবাসা শর্তহীন এবং পবিত্র।

  

এটা শেয়ার করতে পারো

...

Loading...