এবার শুরু হচ্ছে অরেঞ্জ লাইন! নিউ গড়িয়া থেকে রুবি রুটের ভাড়া কত হবে?

মেট্রো রেল সম্পর্কে এল আরও এক সুখবর! চলতি মাসেই গড়িয়া থেকে রুবি মেট্রো যাত্রী পরিষেবা চালু হয়ে যেতে পারে। জানা গিয়েছে চলতি মাসের মাঝেই উদ্বোধন হতে পারে এই প্রকল্পটির। ফলে, সমস্তরকম প্রস্তুতি নিয়ে রেখেছে মেট্রো কর্তারা।

জানা গিয়েছে যে নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে মোট পাঁচটি স্টেশন রয়েছে। সেগুলি হল কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি। এছাড়া আরও জানা গিয়েছে যে নিউ গড়িয়া কিংবা কবি সুভাষ মেট্রো স্টেশনটিকে ‘জংশন’ স্টেশন হিসেবে তৈরি করা হয়েছে এবং অত্যাধুনিক ভাবে সাজিয়ে তোলা হয়েছে এই দুই স্টেশনকে।

কিন্তু কিরকম কি ভাড়া হবে এই মেট্রো রুটের? জানা গিয়েছে যে এই রুটে ন্যূনতম ভাড়ার পরিমাণ হবে মাত্র ৫টাকা এবং নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে যাত্রীদের খরচ হবে মাত্র ২০টাকা।

শুধু এখানেই শেষ নয়। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ এক অভিনব ভাবনা ভেবেছেন। জানা গিয়েছে যে মেট্রো যাত্রীরা রুবি থেকে এক টোকেনেই দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। তবে, সেই ক্ষেত্রে ভাড়া হবে একটু বেশি, পরিমাণ হবে মাত্র ৪৫ টাকা। ফলে, রুবি থেকে মেট্রোতে চড়ে যাত্রীদের কবি সুভাষ স্টেশনে নামতে হবে। তারপর সেখান থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোতে উঠতে হবে তাদের।

অন্যদিকে, রুবি থেকে মেট্রোতে উঠে যাত্রীরা কবি সুভাষ মেট্রোয় উঠে টালিগঞ্জ পর্যন্ত যেতে চান, সেক্ষেত্রে ভাড়ার পরিমাণ হবে ৩৫ টাকা। এছাড়াও, রুবি থেকে সরাসরি এসপ্ল্যানেড, চাঁদনি, কালীঘাটে যেতে চান কিংবা ওইসব স্টেশন থেকে মেট্রো বদলের মাধ্যমে রুবি পৌঁছতে চান, সেক্ষেত্রে খরচ হবে ৪০ টাকা।

অর্থাৎ সব ক্ষেত্রেই ব্লু লাইনের টোকেনের মাধ্যমে অরেঞ্জ লাইনের মেট্রোতে সফর করা যাবে।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি কমিশনার অফ রেলওয়ে সেফটি নিউ গড়িয়া-রুবি মেট্রোপথ পরিদর্শন করেন। তারপরেই ওই রুটে যাত্রী পরিষেবা ক্ষেত্রের ছাড়পত্র পাওয়া যায়। তবে, সেই সময় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত না মেলায় ওই রুটে যাত্রী পরিষেবা চালু করা সম্ভব হয়নি।  এবার সেটাই পাওয়া গেল।

নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটের দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। এটি ব্লু লাইন হিসেবে পরিচিত। অন্যদিকে অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় ৩০ কিমি। তার মধ্যে নিউ গড়িয়া থেকে রুবি মোড়ের দূরত্ব ৫.৪ কিলোমিটার। জানা গিয়েছে যে অরেঞ্জ লাইন চালু হলে কবি সুভাষ বা নিউ গড়িয়া হবে কলকাতা মেট্রোর প্রথম জংশন স্টেশন।

এই মেট্রো শুরু হলে বহু যাত্রীদের সুবিধা হবে এবং উপকৃত হবেন বহু নিত্যযাত্রী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...