প্রথম ‘অপারেশন অজয়’ সফল, ২১২ জন ভারতীয়দের ফিরিয়ে আনা হল যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে

যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে সু-সাস্থে ফিরল প্রথম দল।

শুক্রবার সকালে ২১২ জন ভারতীয়দের ফিরিয়ে আনা হল ইজরায়েল থেকে। তাঁরা দিল্লি বিমানবন্দরে পা রাখতেই কেন্দ্রীয়মন্ত্রী রাজীব চন্দ্রশেখর তাঁদের স্বাগত জানান এবং বিমানবন্দরেই প্রাথমিক কথাবার্তাও বলেন তাঁদের সঙ্গে।

বৃহস্পতিবার সন্ধ্যায়  তেল আভিভের বেন গুরিও বিমানবন্দর 'অপারেশন অজয়'-এ যুদ্ধবিধ্বস্ত ভারতীয়দের ইজরায়েল থেকে ফেরানো হয়। দেশে ফিরতে ইচ্ছুক ভারতীয়দের নিয়ে ছাড়া হয়ে বিমান। সেখানে ২১১ জন ছিল প্রাপ্ত বয়স্ক ও এক শিশু ছিল। 

flight_1697156144107_1697156158208_11zon

শনিবার থেকেই ইজরায়েলে চলছে হামলা। টানা হামলা চালাচ্ছে হামাস। তাঁর পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েল দেশও। ইতিমধ্যেই সেখানে আড়াই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

এই পরিস্থিতিতে ইজরায়েল বসবাসকারী বিদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তাই কেন্দ্র ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। 

'অপারেশন অজয়'-এ ইজরায়েল থেকে এক মহিলা এক শিশুকে নিয়ে দেশে ফিরেছেন। তিনি সেই  আতঙ্কজনক পরিস্থিতির কথা সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে, "হামলার প্রথম দিনে, আমরা তখন ঘুমিয়েছিলাম। সকাল সাড়ে ৬টার সময় সাইরেন বেজে ওঠে। আমরা শেল্টারের দিকে ছুটে যাই তখন। খুব কঠিন ছিল বিষয়টি, কিন্তু আমরা কোনও রকমে সেখানে পৌঁছাই। এখন আমরা চিন্তামুক্ত। এরজন্য ভারত সরকারকে ধন্যবাদ।"

জানা গিয়েছে, যাঁরা প্রথম আসবেন, তাঁরাই প্রথমে সুযোগ পাবেন। ইজরায়েলে ভারতীয় দূতাবাস থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

ভারত সরকার তাঁদের দেশে ফেরানোর খরচ বহন করছে। প্রথম দফায় ২১২ জন বিমানে চড়েন।

বিদেশমন্ত্রী এস চন্দ্রশেখর এই কথা x হ্যান্ডেল(টুইটার)-এ পোস্ট করে জানান, 'অপারেশন অজয় চলছে। বিমানে ২১২ জন নাগরিককে দিল্লি আনা হচ্ছে।'

এটা শেয়ার করতে পারো

...

Loading...