মহাকাশের বুকে কম্পিউটারের সার্জারি

প্রতিটা মানুষকে সুস্থ থাকতে গেলে মাঝে মধ্যেই ওষুধপত্র খেতে হয়, অস্ত্রপচার করাতে হয়, নানারকম ঝুঁকি নিতেই হয়| সেরকম এবার মহাকাশে ওপেন হার্ট সার্জারি করার প্রয়োজন পড়েছে| আন্তর্জাতিক স্পেস স্টেশনকে সুস্থ রাখতে তার হৃদয় অর্থাৎ ২০০০ সাল থেকে স্পেস স্টেশনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাওয়া কিছু কম্পিউটার এবার সারানোর প্রয়োজন হয়েছে|

জানা গেছে, বেশ কিছু ইউরোপিয়ান কম্পিউটারের কারণেই জীবিত রয়েছে স্পেস স্টেশন| স্পেস সংক্রান্ত বিভিন্ন ডেটা, তথ্য, নেভিগেশন প্রভৃতি এইসব কম্পিউটারের সাহায্যেই আদানপ্রদান হয়| জানা গেছে, এইসব কম্পিউটার ছাড়া এই স্পেস স্টেশন সম্পূর্ণ অকেজো হয়ে পড়বে| এমনকি এই কম্পিউটার খারাপ হয়ে গেলে স্পেস স্টেশন তার কক্ষপথ থেকে ছিটকেও যেতে পারে| সেইসব কম্পিউটারকে পৃথিবীতে এনে সারানো সম্ভবও ছিল না কারণ মহাকাশে সেইভাবেই সেটআপ করা হয়েছিল| কোনভাবে তা স্পেস স্টেশন থেকে বিচ্ছিন করা হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে| এতকিছু সমস্যার কথা মাথায় রেখে অবশেষে রাশিয়ান এবং ইউরোপিয়ান ইঞ্জিনিয়াররা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন ওপেন হার্ট সার্জারি করার| যেরকমভাবে শরীরের মধ্যে থাকাকালীন হার্টের অপারেশন করা হয় সেরকমভাবেই স্পেসের মধ্যেই কম্পিউটারগুলি সারানো হলো|

২০১৫ সালে এই কাজের জন্য উপযুক্ত একটি সার্কিট বোর্ড বানানো হয় এবং পৃথিবীতেই এই বড়দের পরীক্ষা করা হয়| প্রথমে ইউরোপিয়ান ইঞ্জিনিয়ারদের সাহায্যে রাশিয়ার মহাকাশচারীরা কম্পিউটার বন্ধ না করে কিভাবে তার মধ্যে কিভাবে এই নতুন সার্কিটটি বসানো যায় তা নিয়ে অনেকদিন ধরেই অনুশীলন চলছিল পৃথিবীতে| ২০১৮ সালে এই সার্কিট নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন প্রশিক্ষিত মহাকাশচারীরা| ২০১৯ সালের জানুয়ারিতে সফলভাবে প্রতিস্থাপন করা হয় এই সার্কিট|কিন্তু তার পরেও সমস্যা না কমায় গত নভেম্বরে আবার একটি কম্পিউটার খারাপ হয়ে যায়| এরপরেই ওপেন হার্ট সার্জারি করে নতুন সার্কিট প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেন| নতুন সার্কিট লাগানোর ফলে আগামী ২০৩০ সাল পর্যন্ত কম্পিউটারগুলিতে আর কোনো সমস্যা হবে না বলেই মনে করছেন মহাকাশবিজ্ঞানীরা|            

এটা শেয়ার করতে পারো

...

Loading...