চলছে আগামী লোকসভা নির্বাচন প্রস্তুতি।এই প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি জানানো হয়েছে, নির্বাচন কমিশন থেকে একটি অনলাইন পোর্টাল প্রকাশ করা হবে যাতে প্রত্যক্ষভাবে ভোটকর্মীদের তালিকা দেওয়া থাকবে। অনলাইন পোর্টালে ভোটকর্মীদের নথিভুক্ত করবেন সংশ্লিষ্ঠ দপ্তরের প্রধানেরা।
স্থির হয় ভোটকর্মীরা যেই স্থানে ভোট সংক্রান্ত দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন, সেই দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রধানদের কাছে ভোটকর্মীদের তালিকা থাকবে। তারাই এই অনলাইন পোর্টালে ভোটকর্মীদের নাম তালিকাবদ্ধ করবেন। এতদিন অব্দি ভোটাকর্মীদের তালিকা জেলাশাসকের দফতরেই তৈরী হত। বৈঠকে জেলাশাসকদের ভোটকর্মীর তালিকা যত শীঘ্র সম্ভব তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়।
এছাড়াও বৈঠকে ভোটারদের ছবির ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। জেলাশাসকরা আরও জানান ইলেকট্রিক ভোটিং মেশিন এর সঙ্গে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল ব্যবহার করা হবে সমস্ত আসনে।