মেডিকেল কলেজগুলোর আউটডোর ইউনিটে ডাক্তার দেখাতে এবার থেকে এপয়েন্টমেন্ট নেওয়া যাবে অনলাইনেই। কয়েক মাস আগেই রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে এসএসকেএমের আওতায় সকল হাসপাতালেই অনলাইন এপয়েন্টমেন্ট নেবার সুযোগ করে দেওয়া হয় আউটডোর ইউনিটগুলোতে। প্রাথমিক ভাবে পিজি তে এই কর্মসূচি প্রথম চালু করা হয়। এখন ক্রমেই সেই সুবিধা সম্প্রসারিত হচ্ছে অন্যান্য মেডিকেলেও।
আউটডোর ইউনিটে রোগী দেখানোর জন্য অনলাইন বুকিং এর সুবিধা এই মুহূর্তে দেশের অন্য কোন রাজ্যে নেই বলেই জানিয়েছে স্বাস্থ্য দপ্তর কর্তৃপক্ষ। 'www.wbhealth.gov.in', রাজ্য স্বাস্থ্য অধিদপ্তরের এই সাইটটিতে গিয়ে অনলাইন এপয়েন্টমেন্ট নেওয়ার পর্যায়ক্রমিক ধাপগুলো পার করলেই আগে থেকে রোগীর এপয়েন্টমেন্ট বুক করা যাবে। পোর্টালটিতে ঢুকে বাঁ দিকের ই-গভর্নেন্স কলামে লক্ষ্য করতে হবে 'ওপিডি টিকিট বুকিং'। সেটি ক্লিক করলে একটি নতুন উইন্ডো খুলে যাবে। তাতে নিজের নাম রেজিস্টার করতে ফোন নাম্বার দেওয়ার পাশাপাশি একটি ফর্ম পূরণ করলেই পাওয়া যাবে আউটডোর ইউনিট-এ ডাক্তার দেখানোর নির্দিষ্ট দিনের এপয়েন্টমেন্ট।
হাসপাতালগুলোর পাশাপাশি মেডিকেল কলেজ আউটডোরেও এবারে খুলে দেওয়া হল এই সুবিধা। ডাক্তার দেখানোর পরই রোগীর নাম ডায়াগনস্টিক টেস্টের জন্য রেজিস্টার হবে কম্পিউটারে। স্যাম্পল দেবার পর তা স্বয়ংক্রিয় ভাবে পৌঁছে যাবে বায়োকেমিস্ট্রি, প্যাথলজি এবং মাইক্রো-বায়োলোজি পরীক্ষাগারে। এই সুবিন্যস্ত ব্যবস্থা দালালদের হাত থেকে রোগীদের দুর্ভোগ কমে আসবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। এপয়েন্টমেন্ট নেবার পোর্টালটি বর্তমানে সক্রিয় হয়ে গেছে এবং ভবিষ্যতে তা আরো সম্প্রসারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র। আগামীতে জেলা ও মহকুমার হাসপাতালগুলোতেও এমন অনলাইন এপয়েন্টমেন্ট সুবিধা আসতে চলেছে বলে জানা গেছে স্বাস্থ্যভবনের তরফ থেকে।