অল্ট বালাজীতে একটি নতুন গল্প আসতে চলেছে। গল্পটি ষাট-সত্তর দশকের ‘সিটি অফ জয়-ক্যালকাটা’ কে নিয়ে| এখানে অভিনেতা হিসাবে দেখা যাবে করণ কুন্দ্রাকে| এটি অল্ট বালাজীতে তাঁর দ্বিতীয় সিরিজ, এর আগে ‘দিল হি তো হ্যায়’ সিরিজে দেখা গিয়েছিল তাঁকে| অভিনেত্রীর চরিত্রের জন্য ২০০ জন অডিশন দিয়েছিলেন, যার মধ্যে বেছে নেওয়া হয়েছে নাগমা রিজওয়ানকে, এটি তাঁর ডেবিউ সিরিজ| নতুন অনুভুতি অভিনেত্রীর...
গল্পে ১৯৬০ সালের কলকাতার দৃশ্য়, কুসুম নামের একজন দৃঢ়চেতা মেয়ে, যার ইচ্ছা একজন আদর্শবাদী ডাক্তার হওয়ার| সে ক্যালকাটা মেডিকেল কলেজে তাঁর স্বপ্ন পূরণের জন্য ভর্তি হয়| সেখানে সে একজন ধূর্ত, অতিরঞ্জিত, অহংকারী এবং অতীব সুদর্শন ছেলের সান্নিধ্যে আসে আর প্রেমে পড়ে যায়| এই ছেলেটির নাম রণবীর চ্যাটার্জী, যে ওই মেডিকাল কলেজেরই ছাত্র| গল্পটি একটি প্রেমের গল্প..এমনটাই জানা যাচ্ছে|
অভিনেতা জানিয়েছেন, তিনি অল্ট বালাজীর সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন। তাঁদের সাথে কাজ করা একটি মনোরম ব্যাপার আর তাঁকে পুনরায় বিশ্বাস করা ও এইরকম একটি বড় সুযোগ দেওয়ার জন্য একতা কাপুরকে ধন্যবাদ জানিয়েছেন| এইরকম চরিত্রে নিজের বেস্ট পারফরমেন্স ফুটিয়ে তোলার জন্য মাসখানেকের হার্ড ওয়ার্ক কাজ দিয়েছে| আর তাঁর মনে হয়েছে তিনি খুবই প্রভাবিত ও খুশি তাঁর চরিত্র নিয়ে|
অভিনেত্রীও খুব খুশি এই সিরিজে অভিনয় করার বিষয়ে। তাঁর মতে একতা কাপুর নিশ্চই তাঁর বাহ্যিক সৌন্দর্য ছাড়াও তাঁর অভিনয় প্রতিভার জন্য তাঁকে বেছে নিয়েছেন এই চরিত্রের জন্য| এইরকম চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তিনি অত্যন্ত উত্তেজিত এবং চরিত্রটিতে নিজের ভুমিকা যথাযথ ভাবে তুলে ধরে তিনি প্রযোজনা সংস্থার প্রতি যাতে সুবিচার করতে পারেন, অবশ্যই তার চেষ্টা করবেন।