যাদবপুর এটিএম কাণ্ডের নয়া মোড়, পুলিশের জালে এক অভিযুক্ত

যাদবপুরে এটিএম জালিয়াতির ঘটনা ঘটার পরেই তদন্তকারী অফিসারদের সন্দেহ হয়েছিল, এই জালিয়াতির সাথে যোগ থাকতে পারে রোমানিয়ান গ্যাং-এর| এদের সাথে ভারতীয়দের যোগসূত্রও পেয়েছিলেন তদন্তকারীরা| অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এই কান্ডে অভিযুক্তদের মধ্যে একজন| জানা গেছে, সিলভিউ ফ্লোরিন স্পিরিডন নামক একজন রোমানিয়ানকে পুলিশ পাকড়াও করেছে| যতটা নাটকীয় ছিল এটিএম জালিয়াতির ঘটনা ততটাই নাটকীয় ছিল অভিযুক্তকে ধরার প্রক্রিয়াও|

গত সোমবার দিল্লির গ্রেটার কৈলাস এলাকার একটি আবাসন থেকে জালিয়াতি দমন শাখার গোয়েন্দারা গ্রেফতার করেন সিলভিউকে| জানা গেছে, একজনকে ধরা গেলেও তার দুই সঙ্গী পুলিশের হাত ফসকে পালিয়ে গেছে| পুলিশ সূত্রের খবর, সিলভিউকে ধরা অত সহজ ছিলনা| গোয়েন্দা সূত্র থেকে খবর ছিল সিলভিউ তার দুই সঙ্গীকে নিয়ে গ্রেটার কৈলাসের কাছে একটি আবাসন ভাড়া নিয়ে রয়েছে| তাকে ধরার জন্য পুলিশ তক্কে তক্কে ছিল| সোমবার সকাল ৮টা নাগাদ আবাসন থেকে একটু দুরে একটি এটিএমে টাকা তুলতে যায় অভিযুক্ত| আগে থেকেই সেই জায়গায় গোয়েন্দা এবং পুলিশ মোতায়েন করা ছিল|এটিএমে ঢুকে কোনভাবে বুঝতে পারে অভিযুক্ত|টের পেয়েই এটিএম থেকে বেরিয়েই দৌড়ে পালাতে চায় সে| কিছুদুর দৌড়েই একটি অটোতে উঠে পড়ে অভিযুক্ত| পুলিশ সিলভিউকে ধাওয়া করে গ্রেটার কৈলাস পর্যন্ত এসে পৌঁছে যায়| কিন্তু ততক্ষণে পুলিশের চোখের বাইরে চলে গেছে সিলভিউ| ওই এলাকার কোনো একটি বাড়িতেই সিলভিউ লুকিয়ে রয়েছে এই সন্দেহে এলাকার প্রতিটি বাড়ি তল্লাশি করতে শুরু করেন গোয়েন্দারা| অবশেষে একটি বাড়িতে লুকিয়ে থাকতে দেখা যায় সিলভিউকে| পুলিশ অসার খবর পেয়ে তার দুই সঙ্গী আগেই পালিয়ে যায় সেই জায়গা থেকে| সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সিলভিউকে সনাক্ত করে| তার কাছ থেকে স্কিমিং ডিভাইসের একাধিক সরঞ্জাম, ম্যাগনেটিক চিপস, ব্যাটারি পাওয়া গেছে| তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছেন গোয়েন্দারা| তার পলাতক দুই সঙ্গীর খোঁজ চলছে|    

এটা শেয়ার করতে পারো

...

Loading...