১৯ বছর পর এবার ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি মোহনাবগান ও ইস্টবেঙ্গল। রবিবার আবার কলকাতায় ডার্বি। বাঙালি ফুটবলপ্রেমীরা মনে মনে এটাই চেয়েছিল হোক। তাদের ইচ্ছে পূর্ণ হল। গত ১২ আগস্টের পর আবার সেই ইলিশ-চিংড়ির চিরন্তন লড়াই হবে যুবভারতীতে। কোন দলে থাকবেন আপনি সবুজ মেরুনের দলে নাকি হলুদ-লাল?
প্রথম সেমিফাইনালে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। গত বৃহস্পতিবারের সেমিফাইনালে পিছিয়ে পড়েও ম্যাচ জিতল ‘বাগান দল’। ২-১ গোলে গোয়াকে হারাল মোহনবাগান। খেলার শুরু থেকেই চাপ বাড়িয়েছিল এফ সি গোয়া। প্রথম ১০ মিনিটেই দু’বার বাগান বক্সে ঢোকালেও গোল করতে পারেনি তারা। ২২ মিনিটের মাথায় দ্বিতীয় পোস্টে গোল করেন গোয়ার নোয়া সাদাউই। বলের পিছনে ছুটে বেড়াচ্ছিলেন সবুজ-মেরুন ফুটবলারেরা। কিন্তু খেলতে পারছিল না।
অবশেষে ৪২ মিনিটে সমতা ফেরায় সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগানের হয়ে পেনাল্টিতে গোল করেন কামিংস। ১-১ গোলে বিরতিতে যায় দুই দল। এদিন যদিও রেফারির পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট পুরো গোয়া শিবির।
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় ‘বাগান’ দল। ডান পায়ের জোরালো শটে গোল দুর্দান্ত গোল করেন সাদিকু। ২-১ গোলে জিতে ডুরান্ড ফাইনালের টিকিট কাটলো সবুজ-মেরুন ব্রিগেড।
প্রসঙ্গত, শনিবার অর্থাৎ আজ আরও একটি যুদ্ধ আছে, ভারত-পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচ। গোটা ভারত মুখিয়ে আছে আজকের এই লড়াইতে। কে জিতবে? আগামীকাল অর্থাৎ রবিবার ঘরের মাঠেই খেলতে চলেছে ইস্ট-মোহনের দল। ফুটছে কলকাতা। উতপ্ত গোটা বাংলা। কি হবে এই খেলায়, কোন দিকে মোড় নেবে? এখন অপেক্ষায় গোটা বাংলার ফুটবলপ্রেমীরা।