১৩-র গেরো কাটিয়ে ভালবাসার দিনে শহরে ছুটবে ইস্ট ওয়েস্ট মেট্রো

প্রেমের দিবসে যাত্রা শুরু করছে ইস্ট ওয়েস্ট মেট্রো| ১৪ ফেব্রুয়ারি সকাল ৮ টায় ঝাঁ চকচকে ও অত্যাধুনিক রেকের মেট্রো ছোটা শুরু করবে সেক্টর ৫ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত| ৫ কিলোমিটার রাস্তা ১৩ মিনিটে পৌছে দেবে এই মেট্রো| ১৩ তারিখ রেলমন্ত্রী পিযুষ গোয়েল ইস্ট-ওয়েস্ট মেট্রোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেও যাত্রী পরিষেবা সূচনা হবে তার পরদিন|

মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, সকাল ৮ টায় দুদিক থেকেই প্রথম ট্রেনটি যাত্রা শুরু করবে| টিকিট কাউন্টারগুলি সকাল ৭.৪৫ এ খোলা হবে। উভয় স্টেশন থেকে শেষ ট্রেনগুলি রাত ৮ টায় ছেড়ে যাবে এবং টিকিট কাউন্টারগুলি রাত ৭:৫৫ এ বন্ধ করে দেওয়া হবে। যদিও রবিবার পরিষেবা দেরিতে শুরু হবে। প্রথম ট্রেনগুলি দুপুরে ১২ টায় ছাড়বে| শেষ ট্রেনের সময়টি একই থাকবে - রাত ৮ টা। তবে উদ্বোধনের একদিন পর পরিষেবা চালু করা প্রসঙ্গে মেট্রোরেল আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে  সিদ্ধান্ত নেওয়া হয়েছিল উদ্বোধনের কিছু পরেই যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হবে স্টেশন গুলি| ১৩ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানটি সকালের বদলে বিকেলে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ট্রেন চালানো হবে ১৪ তারিখ, মেট্রোর কর্মকর্তারা জানিয়েছেন|

প্রাথমিকভাবে, মেট্রো সল্টলেক সেক্টর ভি এবং সল্টলেক স্টেডিয়ামের মধ্যে ৩৭ জোড়া ট্রেন চলবে| রবিবার চলবে ২৫ জোড়া ট্রেন | প্রথমদিকে ২০ মিনিটের ব্যবধানে ট্রেন চললে পরে যাত্রী বাড়লে সময়ের ব্যবধান কমানো হবে বলে মেট্রো রেলসূত্রে খবর| ২ কিমির জন্য ভাড়া ৫ টাকা| সেক্টর ৫ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ১০ টাকা ভাড়া| দেশের সবথেকে বড় রেলের কোচ প্রস্তুতকারক সংস্থা বিইএমএলের তৈরি তিনটি কোচ ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য ব্যবহার করা হবে| থাকবেন ১৮ জন মোটরম্যান থাকবেন যারা এই বেঙ্গালুরুতে প্রশিক্ষণ পেয়েছে। একই সঙ্গে যোগাযোগ ভিত্তিক ট্রেন নিয়ন্ত্রণ (সিবিটিসি) ব্যবস্থা সম্পর্কে হায়দরাবাদে প্রশিক্ষণও পেয়েছেন তাঁরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...