আগামী ১৪ ডিসেম্বর উত্তর কলকাতার একটি বড় অংশ এবং দক্ষিণ কলকাতার কিছু অংশে সকাল ১০টা থেকে জল সরবরাহ বন্ধ রাখা হবে। টালা ট্যাঙ্কের মেরামতির কারণে এই সিদ্ধান্ত বলেই জানানো হয়েছে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে।
ওই দিন দুপুর, বিকেল এবং সন্ধ্যায় দক্ষিণ দমদম এবং বিধাননগরেও জল সরবরাহ বন্ধ রাখা হবে। রবিবার সকালে আবার যথারীতি পরিষেবা পাওয়া যাবে। গত ৭ ডিসেম্বর গার্ডেনরিচের পাইপ লাইনে মেরামতির জন্য দক্ষিণ কলকাতায় জল সরবরাহ বন্ধ ছিল। ১৪ তারিখ টালা, জোড়াবাগান, মহম্মদ আলি পার্ক, বাগমারি, রানি রাসমণি স্কোয়্যার, অকল্যান্ড স্কোয়্যার, এন্টালি, বেলেঘাটা, পার্ক সার্কাস, কসবার কিছু অংশে টালার পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।
ওই দিন ইঞ্জিনিয়াররা হাই ডায়ামিটার ভাল্ভ-এর কিছু গুরুত্বপূর্ণ জায়গার মেরামতির কাজ করবেন বলে টালা ট্যাংক থেকে পরিশ্রুত জল সরবরাহ করা হবেনা। উল্লেখ্য, টালা ট্যাঙ্কের বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং সেই জায়গাগুলির মেরামতির কাজ যত শীঘ্র সম্ভব করার দরকার। সেই কারণেই কলকাতা কর্পোরেশনের এই সিদ্ধান্ত।